নয়া দিল্লি: ডিজিটাল দুনিয়া যত এগোচ্ছে, ততই নতুন নতুন ফাঁদ পাতছে সাইবার জালিয়াতরা (Cyber Crime)। নতুন নতুন পন্থা বের করছে লোক ঠকানোর। সম্প্রতি প্রভিডেন্ট ফান্ডের নামে এক শিক্ষিকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৮০ হাজার টাকা তুলে নিয়েছে সাইবার প্রতারকরা। তাই যদি আপনার EPFO অ্যাকাউন্ট থাকে, তাহলে অবশ্যই আপনার সতর্ক হওয়া দরকার। এই ধরনের প্রতারণার ফাঁদে পড়লে কী করবেন? কখনও লিঙ্ক করানোর নামে, কখনও ফোন করে আবার কখনও অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার ভয় দেখিয়ে সাইবার জালিয়াতরা শিকারের ফাঁদ পাতে। এরকম পরিস্থিতি থেকে বাঁচবেন কীভাবে? জানতে চান? তার আগে জেনে নিন ওই শিক্ষিকার অ্যাকাউন্ট থেকে কীভাবে ৮০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারকরা।
জানা যাচ্ছে ওই শিক্ষিকা প্রভিডেন্ট ফান্ডের কাস্টমার কেয়ারের নম্বর সার্চ করছিলেন গুগলে। সেখানে একটি নম্বর পান তিনি এবং ওই নম্বরে ফোন করেন। ও প্রান্তে যে ফোন ধরে, সে নিজেকে প্রভিডেন্ট ফান্ড অফিসের কর্মী বলে পরিচয় দেয়। মহিলার সমস্য়ার সমাধানের অজুহাতে ওই ব্যক্তি শিক্ষিকাকে তাঁর মোবাইলে এয়ারড্রয়েড অ্যাপ ডাউনলোড করতে হবে। আর এই অ্য়াপের মাধ্যমেই শিক্ষিকা কিছু বুঝে ওঠার আগে তাঁর সব তথ্য চলে যায় প্রতারকের হাতে। এরপর সেই অ্যাপটি খুলতেই শিক্ষিকাকে বলা হয় পিনটি টাইপ করার জন্য। আর সেই পিন টাইপ করতে না করতেই ১৬ দফায় মোট ৮০ হাজার টাকা তুলে নেয় প্রতারক।
কীভাবে বাঁচবেন প্রতারকদের হাত থেকে?
যদি আপনারও কখনও এমন কোনও কাস্টমার কেয়ার নম্বরের দরকার হয়, তাহলে গুগলে সার্চ না করে ওই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে যান। সেখান থেকেই আপনি যোগাযোগের মাধ্যম ও নম্বর পেয়ে যাবেন। যদি আপনি প্রভিডেন্ট ফান্ডের কাস্টমার কেয়ার নম্বর খোঁজেন, তাহলে EPFO-র স্থানীয় শাখা থেকে কিংবা অফিশিয়াল ওয়েবসাইট থেকে তা পেয়ে যাবেন। এর জন্য আপনাকে কোনও অ্য়াপ ডাউনলোড করার কোনও দরকার নেই। আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না। যদি কোনও অপরিচিত ব্যক্তি আপনার থেকে কোনও ওটিপি চায়, তা কখনও দেবেন না।