EPFO: কবে থেকে ATM-এ তোলা যাবে পিএফের টাকা? একবারে কত টাকাই বা তোলা যাবে?

EPFO Update: ইপিএফও-র এই নতুন সিস্টেমকে ইপিএফও ২.০ বলা হচ্ছে। এতে পিএফ ক্লেম খারিজ হওয়ার হার কমানো, দ্রুত লেনদেন হওয়া এবং আবেদন করে টাকা পেতে সময় যাতে যথাসম্ভব কম লাগে, তা-ই লক্ষ্য।

EPFO: কবে থেকে ATM-এ তোলা যাবে পিএফের টাকা? একবারে কত টাকাই বা তোলা যাবে?
প্রতীকী চিত্র।Image Credit source: Getty Image & Pixabay
Follow Us:
| Updated on: Dec 14, 2024 | 2:35 PM

নয়া দিল্লি: ইপিএফও গ্রাহকদের জন্য সুখবর। এবার পিএফের টাকা তোলা আরও সহজ হয়ে যাচ্ছে। বিভিন্ন দফতরে আর ঘুরতে হবে না। এবার এটিএম থেকেই তোলা যাবে পিএফের টাকা। চলতি সপ্তাহেই এই ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে।  কবে থেকে এই সুবিধা পাওয়া যাবে, সেই আপডেটও মিলল এবার।

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও-র গ্রাহকরা আগামী ২০২৫ সালের জানুয়ারি মাস থেকেই এটিএম থেকে টাকা তোলার সুবিধা পাবেন। শনিবার ইপিএফও-র আধিকারিক এ কথা জানান।  শ্রম সেক্রেটারি সুমিতা দাওয়াও একই তথ্য় জানিয়েছেন।

ইপিএফও-র তরফে জানানো হয়েছে, ইপিএফও-র সঙ্গে লিঙ্ক করা এটিএম কার্ড থেকে টাকা তোলা যাবে। তবে তা নির্দিষ্ট একটি সীমা পর্যন্ত। নির্ধারিত ওই সীমার উপরে এটিএম থেকে পিএফের টাকা তোলা যাবে না।

এটিএম পরিষেবা দিতে ইতিমধ্যেই শ্রম মন্ত্রকের তরফে আইটি সিস্টেম আপগ্রেড করা হচ্ছে। শ্রম সেক্রেটারি সুমিতা দাওরা বলেন, “আমরা পিএফ-র ক্লেম দ্রুত মেটাচ্ছি। এই প্রক্রিয়া যাতে আরও সহজ হয়, তার জন্য কাজ চলছে। এবার থেকে এটিএম থেকেই সহজে টাকা তোলা যাবে।”

ইপিএফও-র এই নতুন সিস্টেমকে ইপিএফও ২.০ বলা হচ্ছে। এতে পিএফ ক্লেম খারিজ হওয়ার হার কমানো, দ্রুত লেনদেন হওয়া এবং আবেদন করে টাকা পেতে সময় যাতে যথাসম্ভব কম লাগে, তা-ই লক্ষ্য।

প্রসঙ্গত, বর্তমানে ইপিএফও-তে ৮.২৫ শতাংশ হারে সুদ মেলে।