নয়া দিল্লি: চাকরিজীবীদের ভবিষ্যতের ফান্ড হল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা EPFO। কর্মজীবন জুড়ে কর্মীদের বেতনের একটা অংশ পিএফ অ্যাকাউন্টে জমা হয়। যে সংস্থায় কাজ করেন, তারাও এই ফান্ডে টাকা জমা দেন। অবসরের পর কর্মীরা ইপিএফও অ্যাকাউন্টে জমানো টাকা সুদ সমেত পান। তবে জরুরি অবস্থায় বা বিশেষ প্রয়োজনে অনেকেই অবসর গ্রহণের আগেই পিএফ অ্য়াকাউন্ট থেকে টাকা তোলেন। আপনারও যদি হঠাৎ টাকার প্রয়োজন হয় এবং ঋণ নিতে না চান, তবে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন। কীভাবে এই টাকা তুলবেন?
ইপিএফও বা পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার প্রক্রিয়া শেখার আগে এটা জানা দরকার যে পিএফ অ্যাকাউন্ট থেকে অগ্রিম টাকা তুলতে হলে, তার একটি ঊর্ধ্বসীমা রয়েছে। পিএফ অ্যাকাউন্ট ফাঁকা করে ফেলা যায় না। একবারই অগ্রিম টাকা তোলা যায়। সর্বাধিক ১ লক্ষ টাকা তোলা যায় পিএফ অ্য়াকাউন্ট থেকে। আগে টাকা তোলার এই সীমা ছিল ৫০ হাজার টাকা।