পিএফের UAN ভুলে গেলে চিন্তা কী, সহজ এই উপায়ে নম্বর জেনে নিন মুহূর্তে

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Apr 19, 2023 | 7:00 AM

EPFO: অত্যন্ত সহজ উপায়ে এই UAN ফিরে পাওয়া যায়। এর জন্য কারও কাছে যাওয়ারও প্রয়োজন নেই। ঘরে বসেই পেতে পারেন এই নম্বর। তার জন্য পার করতে হবে মাত্র কয়েকটা ধাপ।

পিএফের UAN ভুলে গেলে চিন্তা কী, সহজ এই উপায়ে নম্বর জেনে নিন মুহূর্তে
EPFO

Follow Us

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফওর (EPFO) একটি Universal Account Number বা UAN থাকে। যাঁরা চাকরি করেন, তাঁদের কম বেশি সকলেরই পিএফ অ্যাকাউন্ট খুলে দেয় কোম্পানি। সেখানে কোম্পানি প্রতি মাসে একটা টাকার অঙ্ক জমা করে। এই জমা টাকায় ১০০ শতাংশ অধিকার অ্য়াকাউন্ট হোল্ডারের। কোনও কোম্পানি যখন কোনও কর্মীর ইপিএফও অ্যাকাউন্ট তৈরি করে, তার জন্য দেওয়া হয় ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর। কোম্পানি বদল করলেও এই UAN-এ কখনও বদল আসে না। ফলে এই নম্বর মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আর পাঁচটা ভুলে যাওয়ার মতোই UAN ভুলে যান কেউ কেউ।

এ ধরনের পরিস্থিতিতে পড়লে ঘাবড়ে যাওয়ার মতো কিছু নেই। কারণ অত্যন্ত সহজ উপায়ে এই UAN জানতে পারবেন আপনি। এর জন্য কারও কাছে যাওয়ারও প্রয়োজন নেই। ঘরে বসেই পেতে পারেন এই নম্বর। কীভাবে তা পেতে পারেন, জেনে নিন-

কীভাবে UAN জানা যাবে

ঘরে বসেই জানা যায় UAN। অনলাইনে জানতে পারা যায় নম্বরটি। অথবা মিসড কলেও রয়েছে এই নম্বর জানার সুযোগ। তবে তার জন্য যে ফোন নম্বর থেকে মিসড কল দেবেন, সেটি ইপিএফও-র সঙ্গে রেজিস্টার্ড থাকতে হবে। সেই নম্বর থেকে মিসড কল বা এসএমএস করলে তবেই জানা যাবে UAN।

কোন নম্বরে Missed Call দেবেন

রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 01122901406 নম্বরে মিসড কল দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই EPFO সংক্রান্ত তথ্য মেসেজের মাধ্যমে আসবে।

SMS-ও করতে পারেন

এসএমএসের মাধ্যমে UAN জানতে চাইলে 7738299899 নম্বরে মেসেজ করতে হবে। মেসেজ বক্সে গিয়ে টাইপ করতে হবে EPFOHO UAN ENG। তবে এখানেও রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকেই মেসেজ পাঠাতে হবে। কিছুক্ষণ পর EPFO সংক্রান্ত তথ্য জানতে পারবেন মেসেজের মাধ্যমে। সেই নম্বর লিখে রাখুন নোটবুকে।

আবেদন করা যায় Online-এও

অনলাইনে UAN জানতে EPFO-এর অফিশিয়াল সাইটে যান। সেখানে রেজিস্টার্ড মোবাইল নম্বর ও সিক্রেট কোড ব্যবহার করে ওটিপির মাধ্যমে UAN জেনে নিতে পারবেন।

Next Article