Gold Price Today: ৭ হাজারে সোনা! প্রথমাতে প্যান্ডেল হপিং ছেড়ে আগে যান সোনার দোকানে

Gold-Silver Rate: মহালয়া থেকেই প্যান্ডেল হপিং শুরু হয়ে গিয়েছে অনেকের। কারোর আবার এখনও পুজোর শপিং টুকুও হয়নি। এর মধ্যে অনেকেই চান দুর্গাপুজোয় নিজেকে বা প্রিয়জনকে সোনায় সাজাতে। তবে পুজোর মুখেই ঊর্ধ্বমুখী সোনার দাম।

Gold Price Today: ৭ হাজারে সোনা! প্রথমাতে প্যান্ডেল হপিং ছেড়ে আগে যান সোনার দোকানে
প্রতীকী চিত্রImage Credit source: Meta AI
Follow Us:
| Updated on: Oct 03, 2024 | 8:13 AM

কলকাতা: সূচনা হয়ে গিয়েছে দেবী পক্ষের। আজ প্রথমা। মহালয়া থেকেই প্যান্ডেল হপিং শুরু হয়ে গিয়েছে অনেকের। কারোর আবার এখনও পুজোর শপিং টুকুও হয়নি। এর মধ্যে অনেকেই চান দুর্গাপুজোয় নিজেকে বা প্রিয়জনকে সোনায় সাজাতে। তবে পুজোর মুখেই ঊর্ধ্বমুখী সোনার দাম। গতকাল, মহালয়াতেই একধাক্কায় ৫০০০ টাকা বেড়েছিল সোনার দাম। আজ, প্রথমাতেও সামান্য বাড়ল সোনার দাম। আপনার যদি এবারের পুজোয় সোনার গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে দর কত রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেটের সোনার দাম-

আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭১০১ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭১ হাজার ১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৭ লক্ষ ১০ হাজার ১০০ টাকা। গতকালের তুলনায় আজ ১০০ টাকা দাম বেড়েছে সোনার।

২৪ ক্যারেটের সোনার দাম-

আজ ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭৭৪৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৭ হাজার ৪৬০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৭ লক্ষ ৭৪ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে সোনার।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের সোনার দামও আজ সামান্য বেড়েছে। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৮১০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৮ হাজার ১০০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৫ লক্ষ ৮১ হাজার টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে সোনার।

রুপোর দাম-

সোনার দাম বাড়লেও আজ দাম কমেছে রুপোর। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৯৪৯০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ পড়বে ৯৪ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে রুপোর।