AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSF rescued alpaca: কাঁটাতারের বেড়ায় মই লাগিয়ে কী পাচারের চেষ্টা? পড়ল ধরা বিএসএফের তৎপরতায়

BSF rescued alpaca: বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি এনকে পান্ডে বলেন, " বুধবার কাঁটাতারের বেড়ার কাছে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন বিএসএফ জওয়ানরা। তাঁরা দেখেন, কাঁটাতারের বেড়ার উপর বাঁশের মই লাগিয়ে একটি প্রাণীকে ভারতে পাঠানোর চেষ্টা হচ্ছে।"

BSF rescued alpaca: কাঁটাতারের বেড়ায় মই লাগিয়ে কী পাচারের চেষ্টা? পড়ল ধরা বিএসএফের তৎপরতায়
পাচারের সময় আলপাকাটিকে উদ্ধার করল বিএসএফ
| Updated on: Oct 03, 2024 | 5:59 AM
Share

নদিয়া: দক্ষিণ আমেরিকার আলপাকা নদিয়ায়। এল বাংলাদেশ সীমান্ত দিয়ে। বাংলাদেশি পাচারকারীরা দক্ষিণ আমেরিকার ওই প্রাণীটিকে সীমান্ত টপকে ভারতে পাচার করছিল। বিএসএফের তৎপরতায় উদ্ধার হল প্রাণীটি। বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি এনকে পান্ডে বলেন, বুধবার তিনজন বাংলাদেশি কাঁটাতারের বেড়া টপকে প্রাণীটিকে ভারতে পাচারের চেষ্টা করছিল।

বিএসএফের তরফে জানানো হয়েছে, পাচারের সময় জওয়ানদের নজরে পড়তেই পাচারকারীরা প্রাণীটিকে ফেলে রেখেই পালায়। সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি এনকে পান্ডে বলেন, ” বুধবার কাঁটাতারের বেড়ার কাছে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন বিএসএফ জওয়ানরা। তাঁরা দেখেন, কাঁটাতারের বেড়ার উপর বাঁশের মই লাগিয়ে একটি প্রাণীকে ভারতে পাঠানোর চেষ্টা হচ্ছে। ভারতের প্রান্তে চারজন প্রাণীটিকে নেওয়ার জন্য অপেক্ষা করছিল।”

তৎক্ষণাৎ সেখানে যান বিএসএফ জওয়ানরা। শূন্যে গুলি চালান। মই ও প্রাণীটিকে ফেলে রেখে পালায় পাচারকারীরা। আলপাকাটিকে রাজ্য বন দফতরের হাতে তুলে দেয় বিএসএফ। আলপাকার দেহের লোম থেকে দামি উল পাওয়া যায়। তার লোভেই প্রাণীটি পাচার করা হচ্ছিল বলে মনে করছে বিএসএফ। কয়েকদিন আগেই উত্তর ২৪ পরগনায় ভারত-বাংলাদেশ সীমান্তে চারটি চিনের সোনালি তিতির পাখি উদ্ধার করে। পাখিগুলিকে বসিরহাটে বন দফতরকে হস্তান্তর করে বিএসএফ।

এদিকে, বুধবারই মুর্শিদাবাদে জিরো পয়েন্টে চাষের জমিতে কাজের সময় দুই কৃষককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভারত-বাংলাদেশ সীমান্তের সাগরপাড়া থানার অন্তর্গত চর কাকমারি এলাকায় বিএসএফের কাছে নথি জমা করে চাষের জমিতে কাজ করতে যান ওই দুই কৃষক। ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় চাষের জমিতে কাজ করছিলেন। দুপুরের পর থেকে আর খোঁজ নেই ওই দুই ভারতীয় কৃষকের।