Small Savings Interest: পোস্ট অফিসে রেকারিং থেকে পিপিএফ, স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের
Small Savings Interest: সাধারণের পকেট ও মনকে আশ্বস্ত করার মতো। স্বাভাবিকভাবে নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণির মধ্যে থাকা জনগণের জন্য়ই এই স্বল্প সঞ্চয়ের নানা প্রকল্প এনে থাকে কেন্দ্রীয় সরকার।

নয়াদিল্লি: এই নিয়ে টানা ছয়বার। স্বল্প সঞ্চয়ে সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। সোমবার নির্মলার দফতর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। যার জেরে আপাত ভাবে কেন্দ্রীয় স্বল্প সঞ্চয়ের প্রকল্প, যেমন পিপিএফ, কিষান বিকাশের সুদের হারে কোনও রকম বৃদ্ধি বা হ্রাস দেখা যাবে না। থাকবে অপরিবর্তিত।
এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, ‘চলতি অর্থবর্ষে দ্বিতীয় ত্রৈমাসিকের জন্য় স্বল্প সঞ্চয়ের প্রকল্পে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা লাগু হচ্ছে মঙ্গলবার অর্থাৎ পয়লা জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়কালে নির্দিষ্ট সঞ্চয় প্রকল্পে সুদের হারে কোনও রকম পরিবর্তন দেখা যাবে না।’
কী এই স্বল্প সঞ্চয় প্রকল্প? কেন্দ্রের এই সিদ্ধান্তে মধ্যবিত্তের লাভই বা কতটা?
সাধারণ ভাবে কেন্দ্রীয় সরকার দ্বারা অনুমোদিত সঞ্চয় প্রকল্পগুলিকেই স্বল্প সঞ্চয় প্রকল্প বলা হয়ে থাকে। যেখানে বিনিয়োগের পরিমাণও সীমিত। পাশাপাশি, সুদের হারও খুব আহামরি নয়। তবে সাধারণের পকেট ও মনকে আশ্বস্ত করার মতো। স্বাভাবিকভাবে নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণির মধ্যে থাকা জনগণের জন্য়ই এই স্বল্প সঞ্চয়ের নানা প্রকল্প এনে থাকে কেন্দ্রীয় সরকার।
বর্তমানে পোস্ট অফিস-সহ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে চলা একাধিক সরকারি সঞ্চয় প্রকল্প এই বিনিয়োগ কাঠামোর আওতাভুক্ত। যার মধ্যে উল্লেখযোগ্য, পোস্ট অফিস সেভিংস, রেকারিং, পিপিএফ, কিষাণ বিকাশ, সুকন্যা সমৃদ্ধি যোজনা ইত্য়াদি।
ওয়াকিবহাল মহল বলছে, শেষবার ২০২৩-২৪ অর্থবর্ষে এই স্বল্প সঞ্চয়ের প্রকল্পে সুদের হার পরিবর্তন করেছিল কেন্দ্রীয় সরকার। চলতি বছরের শুরু থেকেই রিজার্ভ ব্যাঙ্ক দফায় দফায় ১০০ বেসিক পয়েন্ট রেপো রেট ছাঁটাই করেছে। তারপর স্বাভাবিক ভাবে কেন্দ্রের প্রতি সুদের হার বৃদ্ধি নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছিল। যা আপাতত ভেঙে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
কোন সরকারি প্রকল্পে কত সুদ?
- পোস্ট অফিস সেভিং অ্য়াকাউন্ট ৪ শতাংশ।
- পোস্ট অফিস রেকারিং ডিপোজিট ৬.৭ শতাংশ।
- পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প ৭.৪ শতাংশ।
- পোস্ট অফিস টাইম ডিপোজিট (১ বছর) ৬.৯ শতাংশ।
- পোস্ট অফিস টাইম ডিপোজিট (৫ বছর) ৭.৫ শতাংশ।
- কিষাণ বিকাশ পত্র ৭.৫ শতাংশ।
- পিপিএফ ৭.১ শতাংশ।
- সুকন্যা সমৃদ্ধি যোজনা ৮.২ শতাংশ।
- সিনিয়র সিটিজেন সেভিং স্কিম ৮.২ শতাংশ।

