আইফোনে ১৫,৯০০ টাকা ছাড়, একের পর এক অফার এবার হাতের মুঠোয়

Jan 13, 2025 | 10:03 PM

Flipkart: iPhone 16 ছাড়াও, Samsung Galaxy A24 Plus ছাড় দেওয়ার পরে ৫৯,৯৯৯ টাকায় বিক্রি হবে। iPhone 16 এবং Samsung S24 Plus ছাড়াও, Motorola Edge 50 Fusion-ও ছাড় দিয়ে ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে।

আইফোনে ১৫,৯০০ টাকা ছাড়, একের পর এক অফার এবার হাতের মুঠোয়
ভারতে আইফোনের উৎপাদন বাড়াচ্ছে অ্যাপল

Follow Us

নয়া দিল্লি: নতুন বছরে প্রথম সেল দিচ্ছে ই কমার্স সংস্থা ফ্লিপকার্ট। ১৩ জানুয়ারি দুপুর ১২ টা থেকে শুরু হয়ে গিয়েছে সেই সেল। কেবলমাত্র স্মার্টফোনই নয়, স্মার্ট টিভি, ল্যাপটপ, স্মার্টওয়াচ এবং এসি, ফ্রিজের মতো পণ্যেও অনেক ছাড় পাওয়া যাচ্ছে।

এইচডিএফসি ব্যাঙ্কে সঙ্গে হাত মিলিয়েছে ফ্লিপকার্ট। অর্থাৎ কেনাকাটা করার সময় HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করেন, তাহলে পণ্য ছাড় পাওয়া যায়। যদিও এই সেলে অনেক ফোন সস্তায় পাওয়া যাচ্ছে, কিন্তু iPhone 16-এ ছাড় খুবই আকর্ষণীয়।

আইফোন ১৬-র ১২৮ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টটি ৭৯,৯০০ টাকায় লঞ্চ করা হয়েছিল, কিন্তু এখন ফ্লিপকার্ট সেল পেজ অনুসারে, অ্যাপলের এই জনপ্রিয় ফোনটি সেলের সময় ৬৩,৯৯৯ টাকায় বিক্রি হবে।

আইফোন ১৬-তে ৬.১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে রয়েছে যা ২০০০ নিটস সর্বোচ্চ উজ্জ্বলতা সমর্থন করে। আইফোন ১৬ তে আপনি ডাইনামিক আইল্যান্ড ফিচার, জল এবং ধুলো প্রতিরোধের জন্য আইপি ৬৮ রেটিং পাবেন।

iPhone 16 ছাড়াও, Samsung Galaxy A24 Plus ছাড় দেওয়ার পরে ৫৯,৯৯৯ টাকায় বিক্রি হবে। iPhone 16 এবং Samsung S24 Plus ছাড়াও, Motorola Edge 50 Fusion-ও ছাড় দিয়ে ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে।

Next Article