Food Delivery: Zomato-Swiggy-র খাবার এবার আরও দামি! কত টাকা বাড়তি গুনতে হবে আপনাকে?
Zomato-Swiggy Delivery Charge: মরগ্যান স্ট্যানলির হিসেব অনুযায়ী, Zomato-র প্রতিটি অর্ডারে আপনার খরচ বাড়তে পারে প্রায় ২ টাকা। Swiggy-র ক্ষেত্রে এই বৃদ্ধির পরিমাণ হতে পারে ২ টাকা ৬০ পয়সা।

মাঝেমধ্যেই কি Zomato বা Swiggy থেকে খাবার অর্ডার করেন আপনি? তাহলে কিন্তু আপনার জন্য রয়েছে একটি খারাপ খবর। আগামী ২২ সেপ্টেম্বর থেকে এবার ফুড ডেলিভারি অ্যাপের ডেলিভারি ফি-এর উপর বসতে চলেছে ১৮ শতাংশ GST বা পণ্য ও পরিষেবা কর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
আন্তর্জাতিক সংস্থা মরগ্যান স্ট্যানলির হিসেব অনুযায়ী, Zomato-র প্রতিটি অর্ডারে আপনার খরচ বাড়তে পারে প্রায় ২ টাকা। Swiggy-র ক্ষেত্রে এই বৃদ্ধির পরিমাণ হতে পারে ২ টাকা ৬০ পয়সা। অর্থাৎ, আপনি যা অর্ডার করবেন, তার মোট বিলের উপর এই বাড়তি টাকা যোগ হবে।
এতদিন ডেলিভারি ফি-কে ‘পাস-থ্রু খরচ’ দেখিয়ে ফুড ডেলিভারি সংস্থাগুলো জিএসটি দিত না। এইভাবে নিয়মকে বাইপাস করে দেওয়া সরকার মেনে নিতে পারেনি। ফলে, নিয়ে আসা হয়েছে নতুন নিয়ম।
সরকার এমন এক সময় ডেলিভারি চার্জের উপর জিএসটি বসানোর সিদ্ধান্ত নিল যে সংস্থাগুলো সেই সময় প্ল্যাটফর্ম ফি ও সার্জ প্রাইসিং-এর মতো একাধিক চার্জ বাড়িয়েছে। ফলে, পুজোর মুখে এই বাড়তি করের বোঝা শেষ পর্যন্ত সাধারণ গ্রাহকের উপরই চাপবে বলে মনে করা হচ্ছে।
