নয়া দিল্লি: মূল্যবৃদ্ধির ছেঁকায় পুড়ছে সাধারণ মানুষের পকেট। প্রয়োজনীয় পণ্যগুলির দাম কমা তো দূরের কথা, দেশে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। বর্তমানে ভোজ্যতেলের পাশাপাশি ডালের দামও প্রতি কেজি ১০০ টাকা ছাড়িয়েছে। পকেটে বোঝা ক্রমে বাড়ছে, নিদারুণ সমস্যার মুখে সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। দেশে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং খাদ্যদ্রব্যের দাম কমাতে বেশ কিছু কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এর ফলে দেশে আটা, ডাল, ভোজ্যতেল, চিনির মতো খাদ্যপণ্যের দাম কমেছে।
একাধিক ব্যবস্থা নিল সরকার
সাধারণ মানুষের উপর যাতে অতিরিক্ত দামের বোঝা না চাপানো হয়, তার জন্য ব্যবসায়ী ও মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে সরকার। অড়হর এবং কলাই ডাল মজুত করার পরিমাণও সীমাবদ্ধ করা হয়েছে। এর ফলে, একটা নির্দিষ্ট পরিমাণের বেশি খাদ্যসামগ্রী মজুত করতে পারবেন না ব্যবসায়ী ও মজুতদাররা। একই সঙ্গে ভোজ্যতেল সংস্থাগুলোকে দাম কমানোর নির্দেশ দিয়েছে সরকার। এরপর ভোজ্যতেলের দাম ১ মাসে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত কমিয়েছে সংস্থাগুলি। এর ফলে সাধারণ মানুষ অনেকটাই স্বস্তি পেয়েছেন। এর পাশাপাশি চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে বিক্রির কোটা বাড়িয়েছে সরকার। গম ও আটার দামও আগের তুলনায় কমেছে।
কোন পণ্যের কত দাম কমল?