নয়া দিল্লি: বিদেশ যাত্রার খরচ এবার আরও বাড়ছে। ৩০ জুন পর্যন্ত যা খরচ হত জুলাই মাস পড়ার সঙ্গে সঙ্গে তা বেড়ে গিয়েছে অনেকটাই। চলতি অর্থবর্ষে বাজেটেই ঘোষণা করা হয় যে, টিসিএস কিংবা ট্যাক্স কালেকটেড অ্যাট সোর্স এক ধাক্কায় ৫ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশ করা হবে। বিমানে ভ্রমণে খরচের উপরও স্বাভাবিকভাবে বাড়ছে টিসিএস। আর তাই যারা বিদেশ ভ্রমণ করার কথা ভাবছেন, তাঁরা বাজেটের কথাটাও ভেবে দেখবেন।
তবে শুধুমাত্র বিদেশ ভ্রমণের ক্ষেত্রেই নয়, ক্রেডিট কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনের জন্যে দিতে হবে টিসিএস। অর্থাৎ ১ জুলাই থেকেই প্রায় চারগুণ বেড়ে গিয়েছে টিসিএস। তবে এই পরিবর্তনের ফলে একদিকে যেমন পর্যটকদের মাথায় হাত পড়েছে, অন্যদিকে ধাক্কা খেয়েছে পর্যটন সংস্থাগুলিও। টিসিএসের হার বেড়ে যাওয়ায় কী কী পরিবর্তন হবে সেই বিস্তারিত তথ্য দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রক।
সূত্রের খবর, অনেক ক্ষেত্রে ক্রেডিট কার্ডে যে লেনদেন হত, তার হিসেব পেত না সরকার। আর সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত এলআরএস-এর অন্তর্গত ছিল ডেবিট কার্ড। এলআরএস লো সেই স্কিম যার মাধ্যমে কোনও ভারতীয় কত ব্যয় করবে, তার সীমা বেঁধে দেয় রিজার্ভ ব্যাঙ্ক। জুলাই মাস থেকে তারই অন্তর্ভুক্ত হল ক্রেডিট কার্ড। একজন ভারতীয় এক অর্থবর্ষে সবথেকে বেশি আড়াই মিলিয়ন ডলার খরচ করতে পারে। অনেক ক্ষেত্রে সেই সীমা কেউ কেউ ছাড়িয়ে যাচ্ছিলেন। আর সেটা নিয়ন্ত্রণ করতেই এই পরিবর্তন সরকার করেছে বলেই মনে করা হচ্ছে।