নয়া দিল্লি: বড় খবর। আজ থেকেই বাড়ছে ওষুধের দাম। রক্তচাপ, মধুমেহ, অ্যান্টিবায়োটিক, পেইনকিলার সহ ৮০০টি ওষুধের দাম বাড়ছে। আজ, ১ এপ্রিল থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, মোট ৮০০টি ওষুধের দাম বাড়তে চলেছে।
ড্রাই প্রাইস কন্ট্রোল অর্ডার অনুযায়ী, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ১ এপ্রিল থেকে ৮০০টি ওষুধের দাম বাড়ছে। এর মধ্যে রক্তচাপ, মধুমেহর ওষুধ যেমন রয়েছে, তেমনই ভিটামিন, কোলেস্টেরল থেকে শুরু করে জ্বর, সর্দি-কাশির ওষুধও রয়েছে। এছাড়া স্টেরয়েড, অ্যন্টিবায়োটিক ও পেইনকিলারেরও দাম বাড়ছে।
নতুন অর্থবর্ষ থেকে ওষুধের দাম বাড়ানো হলেও, তা খুব সামান্যই। জানা গিয়েছে, পুরনো দাম থেকে ০.০০৫৫ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে ওষুধের দাম। এই দাম বিগত দুই বছরের ওষুধের মূল্যবৃদ্ধির তুলনায় যৎসামান্য। এর আগে ২০২২-২০২৩ অর্থবর্ষে ১০ শতাংশ হারে এবং ২০২৩-২৪ অর্থবর্ষে ১২ শতাংশ হারে দাম বৃদ্ধিতে ছাড়পত্র দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, রবিবারই ওষুধের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে মোদী সরকারকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি বলেছেন, “১ এপ্রিল থেকে ৮০০টি জীবনদায়ী ওষুধের দাম বাড়ছে। আমি সংবাদমাধ্যমে দেখলাম। হার্টের ওষুধ থেকে হিমোগ্লোবিনের ওষুধ -সব ওষুধের দাম বাড়ানো হচ্ছে।”