Mobile Tariff Plans: জুলাই থেকেই এক ধাক্কায় অনেক বেড়ে যাবে মোবাইলের খরচ? স্পেকট্রাম নিলাম শেষ হতেই তীব্র জল্পনা

Jun 27, 2024 | 5:24 PM

Mobile Tariff Plans: শোনা যাচ্ছে ভারতী এয়ারটেলই প্রথম তাঁদের প্ল্যানগুলির দাম বৃদ্ধির ঘোষণা করতে পারে। প্রসঙ্গত, এবারের নিলামে মোট ৯৬,৩১৭.৬৫ কোটি টাকার স্পেকট্রাম এবারের নিলামে তুলেছিল কেন্দ্র। কিন্তু, কার্যত হতাশ হয়েই ফিরতে হয়েছে কেন্দ্র সরকারকে। স্পেকট্রাম বিক্রি হয়েছে মাত্র ১১ হাজার ৩০০ কোটি টাকার।

Mobile Tariff Plans: জুলাই থেকেই এক ধাক্কায় অনেক বেড়ে যাবে মোবাইলের খরচ? স্পেকট্রাম নিলাম শেষ হতেই তীব্র জল্পনা
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: বাড়তে চলেছে মোবাইলের পিছনে খরচ? দাম বাড়বে ট্যারিফ প্ল্যানগুলির? ইঙ্গিত তেমনই। স্পেকট্রাম নিলাম শেষ হওয়ার পর টেলিকম কোম্পানিগুলি এখন রেট বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। বাজার বিশেষজ্ঞদের মতে, জুলাই থেকে ট্যারিফ প্ল্যানগুলির রেট ১৫ থেকে ২০ শতাংশ বাড়তে পারে। যে কারণে মোবাইল ব্যবহার হয়ে উঠতে পারে আরও ব্যয়বহুল। শোনা যাচ্ছে প্রিপেইড এবং পোস্টপেইড উভয় ক্ষেত্রেই দাম বাড়তে পারে। ইতিমধ্যেই কোম্পানিগুলি নিলামে ১১,৩৪০ কোটি টাকা খরচ করেছে। ওয়াকিবহাল মহলের মতে, সেই টাকাই এবার তোলার চেষ্টা করবে সব সংস্থা। 

শোনা যাচ্ছে ভারতী এয়ারটেলই প্রথম তাঁদের প্ল্যানগুলির দাম বৃদ্ধির ঘোষণা করতে পারে। প্রসঙ্গত, এবারের নিলামে মোট ৯৬,৩১৭.৬৫ কোটি টাকার স্পেকট্রাম এবারের নিলামে তুলেছিল কেন্দ্র। কিন্তু, কার্যত হতাশ হয়েই ফিরতে হয়েছে কেন্দ্র সরকারকে। স্পেকট্রাম বিক্রি হয়েছে মাত্র ১১ হাজার ৩০০ কোটি টাকার। সূত্র বলছে, সবথেকে বেশি স্পেকট্রাম কিনেছে এয়ারটেল। অঙ্কটা প্রায় ৬ হাজার ৮৫৬ কোটি টাকার। তাই তাঁদের খরচের বহর বেশি হওয়ার কারণেই তাঁরাই দ্রুত তাঁদের ট্র্যারিফ প্ল্যানগুলির দর বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। 

সূত্রের খবর, এবারের নিলামে তিনটি টেলিকম কোম্পানি মাত্র ১৪১.৪ মেগাহার্টজ স্পেকট্রাম কিনেছে। মঙ্গলবার থেকে শুরু হয়েছিল স্পেকট্রামের নিলাম। বুধবার সকালে মাত্র কয়েক ঘণ্টা নিলাম চলে বন্ধ হয়ে যায়। শুরু থেকেই ভারতী এয়ারটেল স্পেকট্রাম কেনার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ছিল। সূত্রের খবর, যেখানে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স জিও স্পেকট্রামের জন্য বিড করেছে ৯৭৩.৬২ কোটি টাকার। যেখানে ভোডাফোন আইডিয়া প্রায় ৩,৫১০.৪ কোটি টাকার স্পেকট্রামের জন্য বিড করেছে। 

Next Article