Adani-Mahindra Deal: আদানির বড় পরিকল্পনা, বদলে যেতে পারে বৈদ্যুতিক গাড়ির দুনিয়াই

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 23, 2024 | 9:32 AM

Electric Vehicles: আগামী কয়েক বছরের মধ্যেই দেশের গাড়ির বাজারের একটা বড় অংশ দখল করতে পারে বৈদ্যুতিন গাড়ি। আর এই বাজার দখল করতেই নামছেন গৌতম আদানি। এমনভাবে এগোচ্ছে আদানি গোষ্ঠী যে কয়েক বছরের মধ্যেই ইভির বাজারের একটা বড় অংশ আদানির দখলে থাকবে।

Adani-Mahindra Deal: আদানির বড় পরিকল্পনা, বদলে যেতে পারে বৈদ্যুতিক গাড়ির দুনিয়াই
প্রতীকী চিত্র
Image Credit source: TV9 বাংলা

Follow Us

নয়া দিল্লি: বিশ্বের বাকি দেশের মতো ভারতেও ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়ছে বৈদ্যুতিন গাড়ি বা ইলেকট্রিক ভেহিকেলের। আগামী কয়েক বছরের মধ্যেই দেশের গাড়ির বাজারের একটা বড় অংশ দখল করতে পারে বৈদ্যুতিন গাড়ি। আর এই বাজার দখল করতেই নামছেন গৌতম আদানি। এমনভাবে এগোচ্ছে আদানি গোষ্ঠী যে কয়েক বছরের মধ্যেই ইভির বাজারের একটা বড় অংশ আদানির দখলে থাকবে। ফ্লিট অপারেশন থেকে চার্জিং সলিউশন নিয়ে কাজ করছে আদানি। পাশাপাশি এখন আদানি গ্রুপের কোম্পানি আদানি টোটাল গ্যাসও মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার সঙ্গে চুক্তি করেছে।

‘আদানি টোটাল এনার্জি ই-মোবিলিটি লিমিটেড’ (ATEL), আদানি টোটাল গ্যাসের একটি শাখা। এরা সারা দেশে বৈদ্যুতিক চার্জিং স্টেশন স্থাপন করার কাজ করছে। এই সমস্ত চার্জিং স্টেশনগুলিতে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার বৈদ্যুতিক গাড়িগুলির চার্জ করার ব্যবস্থা থাকবে৷ এর জন্য দুই কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

১১০০-রও বেশি চার্জার থাকবে দেশে-

মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা সারা দেশে বৈদ্যুতিক গাড়ি (ইভি) চার্জিং পরিকাঠামো স্থাপনের জন্য আদানি টোটাল গ্যাসের সঙ্গে  চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী, উভয় সংস্থাই দেশে ইভি চার্জিং পরিকাঠামো তৈরির নীলনকশা প্রস্তুত করছে। এই অংশীদারিত্বের অধীনে, উভয় সংস্থাই চার্জিং নেটওয়ার্ক স্থাপন করবে এবং গ্রাহকদের ই-মোবিলিটি সমাধান অফার করবে। এর মাধ্যমে মাহিন্দ্রার বৈদ্যুতিক গাড়ি এক্সইউভি ৪০০ (XUV400)-এর ব্যবহারকারীরা ১১০০টিরও বেশি বিশেষ চার্জিং স্টেশন ব্যবহার করতে পারবেন।

ইভি নিয়ে আদানির বড় পরিকল্পনা

এর আগেই আদানি গোষ্ঠীর আরেকটি কোম্পানি বৈদ্যুতিন গাড়ির জন্য একটি বড় চার্জিং নেটওয়ার্ক তৈরি করার ঘোষণা  করেছিল। আদানি ইলেকট্রিসিটি মুম্বই লিমিটেড,  মুম্বইয়ের বিভিন্ন অ্যাপার্টমেন্ট ব্লকে বৈদ্যুতিক গাড়ির (ইভি) জন্য ৮৫০০টিরও বেশি চার্জার ইনস্টল করার পরিকল্পনা করেছে। আদানির কোম্পানি একটি শেয়ার চার্জ উদ্যোগও শুরু করেছে, যার অধীনে একাধিক গাড়ির মালিক একই চার্জিং কাঠামো ব্যবহার করতে পারেন। এর জন্য, গাড়ির মালিকরা তাদের গাড়ির চার্জিং টাইম স্লট অগ্রিম বেছে নিতে পারেন এবং মোবাইল অ্যাপ থেকে সরাসরি টাকা দিতে পারেন।

উবারের সঙ্গে আদানির চুক্তি

আদানি গ্রুপ তার অ্যাপ, আদানি ওয়ানের জন্য উবারের সঙ্গে একটি চুক্তি করেছে। এই চুক্তি অনুসারে, গ্রাহকরা আদানি ওয়ান অ্যাপে উবারের পরিষেবার সুবিধা পেতে পারেন। আদানি গ্রুপ, যেটি ইতিমধ্যে বাস, কোচ এবং ট্রাকের মতো বাণিজ্যিক বৈদ্যুতিক গাড়ি রয়েছে, তারা বৈদ্যুতিক গাড়ির বাজারও দখল করতে পারে।

আদানি গ্রুপ গাড়ি তৈরি করে না, তবে এর বিমানবন্দর এবং বন্দর পরিচালনার জন্য বড় আকারে বৈদ্যুতিক গাড়ির প্রয়োজন। এমন পরিস্থিতিতে, উবারের সাথে চুক্তির অধীনে, আদানি গোষ্ঠী বৈদ্যুতিক যানবাহন কিনবে, তাদের ব্র্যান্ডিং নিয়ে কাজ করবে এবং তারপরে উবারের সঙ্গে সংযুক্ত করবে।

Next Article