প্রয়োজনে অপ্রয়োজনে মানুষের অনেক সময় টাকার দরকার পড়ে। কখনও কোনও জরুরি পরিস্থিতিতে টাকার দরকার পড়তে পারে। এরকম বিভিন্ন সময়ে আর্থিক চাহিদা মেটাতে অনেকেই ব্যক্তিগত ঋণ (Personal Loan) নিয়ে থাকেন। কিন্তু ব্যক্তিগত ঋণ পাওয়া সবসময় সহজ হয় না। তার কখনও কখনও কঠোর পরিশ্রমও করতে হয়। এই পরিস্থিতিতে প্য়ান কার্ডের মাধ্য়মে সহজেই নেওয়া যেতে পারে ব্যক্তিগত ঋণ। বেশিরভাগ ব্য়াঙ্কই প্য়ান কার্ডের মাধ্য়মে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেয়। এখন যেকোনও আর্থিক কাজ সহ বিভিন্ন কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নথি হল প্য়ান কার্ড। ব্যাঙ্কে অ্য়াকাউন্ট খোলা থেকে শুরু করে আয়কর রিটার্ন দাখিল করা, এইসব কাজের জন্য প্রয়োজন প্যান কার্ডের।
প্যান কার্ডের মাধ্যমে যেকোনও ব্যাঙ্ক বা এনবিএফসি (NBFC) সিবিল (CIBIL) স্কোর বিচার করে। এতে দেখা যায় গ্রাহকের আগের ঋণ পরিশোধের রেকর্ড কেমন রয়েছে। এছাড়াও সেই ঋণগ্রহীতার আয় ও টাকা ফেরত দেওয়ার ক্ষমতা সম্বন্ধে ধারণা করা যায়। কোনও ব্যক্তি বা মহিলাকে ঋণ দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টি ব্যাঙ্ক বা অন্য কোনও আর্থিক প্রতিষ্ঠান খতিয়ে দেখে। এবার কোনও ঋণগ্রহীতা প্যান কার্ড দিয়ে সহজেই ৫০ হাজার পর্যন্ত ব্যক্তিগত ঋণ পেতে পারেন। কোনও বন্ধক না রেখেই প্য়ান কার্ডের মাধ্যমে এই ঋণ পাওয়া যায়। অর্থাৎ, কোনও রকম প্রতিশ্রুতি ছাড়াই শুধুমাত্র প্য়ান কার্ড ও ভাল সিবিল স্কোরের ভিত্তিতে ব্য়াঙ্ক থেকে ব্যক্তিগত ঋণ পেতে পারেন কোনও ব্যক্তি।
প্য়ান কার্ডের ভিত্তিতে ঋণ নেওয়ার ক্ষেত্রে কী করতে হবে?
প্য়ান কার্ড দিয়ে ব্যক্তি ঋণ নিতে কিছু নথি দিতে হবে। এর জন্য ন্যূনতম দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ঋণগ্রহীতাকে। বেতনভোগী হন বা স্বনিযুক্ত হন সিবিল স্কোর ভালো হতে হবে।