Railway News: টিকিট ওয়েটিং লিস্টে থাকলেও চিন্তা নেই, বিশেষ সুবিধা দিচ্ছে IRCTC

Feb 21, 2024 | 8:15 AM

Indian Rail: যদি কোনও যাত্রীর টিকিট ওয়েটিং লিস্টে থেকে যায়, তাহলে টাকার জন্য অপেক্ষা করতে হয়। এ ক্ষেত্রে, টাকা ফেরতের জন্য আর অপেক্ষা করতে হবে না। আপনি যদি একটি তৎকাল টিকিট বুক করেন এবং সেটা ওয়েটিং লিস্টে আসে, তাহলে আপনাকে শুধুমাত্র তৎকাল ফি দিতে হবে।

Railway News: টিকিট ওয়েটিং লিস্টে থাকলেও চিন্তা নেই, বিশেষ সুবিধা দিচ্ছে IRCTC
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: দূরপাল্লার ট্রেনের টিকিট পাওয়া সহজ ব্যাপার নয়। ঠিক সময়ে টিকিট কাটলেও অনেক সময় তা নিশ্চিত হয় না। তবে টাকা ফেরত পাওয়া যাবে কি না, তার জন্য অনেক সময় অপেক্ষায় থাকতে হয় যাত্রীদের। তবে এবার আর অপেক্ষা নয়। টাকা ফেরত আসবে সঙ্গে সঙ্গে। IRCTC-এর অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে যদি রেলের টিকিট বুক করেন আপনি, তাহলে জেনে রাখুন IRCTC নিয়ে অটো পে নামে এক বিশেষ ফিচার। এই ফিচারের মাধ্যমে টিকিট বুকিং করলে পাওয়া যাবে কিছু বিশেষ সুবিধা। এ ক্ষেত্রে রিফান্ডের ঝামেলা থাকছে না।

IRCTC-র অ্যাপ বা ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়ে নামে একটি বিকল্প থাকছে। সেখানে গেলেই এই বিশেষ সুবিধা পাওয়া যাবে। আপনি যখন এই অপশন থেকে টিকিট বুক করবেন, তখন আপনাকে সঙ্গে সঙ্গে কোনও টাকা দিতে হবে না। আপনার সিট যদি নিশ্চিত হয় তবেই আপনার টাকা কেটে নেওয়া হবে। সিট কনফার্ম না হলে আপনার টাকা আপনার অ্যাকাউন্টেই থেকে যাবে।

যদি কোনও যাত্রীর টিকিট ওয়েটিং লিস্টে থেকে যায়, তাহলে টাকার জন্য অপেক্ষা করতে হয়। এ ক্ষেত্রে, টাকা ফেরতের জন্য আর অপেক্ষা করতে হবে না। আপনি যদি একটি তৎকাল টিকিট বুক করেন এবং সেটা ওয়েটিং লিস্টে আসে, তাহলে আপনাকে শুধুমাত্র তৎকাল ফি দিতে হবে। আর কোনও টাকা দিতে হবে। বাকি টাকা অবিলম্বে ফেরত দেওয়া হবে। চার্ট তৈরি করার পরেও যদি টিকিট নিশ্চিত না হয়, তবে আপনার টাকা অবিলম্বে ফেরত দিয়ে দেওয়া হবে।

Next Article