Gold Price Today: ফের আগুন সোনার বাজারে, আজ দর কত সোনা-রুপোর?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 11, 2023 | 11:10 AM

Gold Price Today: মঙ্গলে দাম বাড়ল সোনার। পাশাপাশি ঊর্ধ্বমুখী রুপোর দরও।

Gold Price Today: ফের আগুন সোনার বাজারে, আজ দর কত সোনা-রুপোর?
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: সোমবার অনেকটা হারে দাম কমেছিল সোনা (Gold Price Today)। চৈত্রের সেলের আবহে স্বস্তি মিলেছিল ক্রেতাদের। তবে সোনার গয়না ক্রেতা-বিক্রেতাদের জন্য এই স্বস্তি দীর্ঘস্থায়ী হল না। মঙ্গলবার বাজার খুলতেই ফের দাম বাড়ল সোনার। মঙ্গলবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ৩০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমল ৩৩০ টাকা। আজ সোনার পাশাপাশি দাম বাড়ল রুপোরও। গতকাল ১ কেজি রুপোর দাম (Silver Price Today) কমেছিল ৩০০ টাকা। আজ সেই একই পরিমণে দাম বেড়ে গেল রুপোর।

মঙ্গলবার সকাল ১০ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৫৭০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৪,৫৬০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৫,৭০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৫৭,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৬,০৭৬ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৮,৬০৮ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৬০,৭৬০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৬,০৭,৬০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭৬,৬০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

গতকাল অনেকটা হারে দাম কমেছিল সোনা-রুপোর। তবে আজ বাজার খুলতেই ফের ঊর্ধ্বমুখী হলুদ ধাতুর দর। স্বস্তি নেই ক্রেতাদের।

গতকাল বিশ্ব বাজারে দাম কমেছিল স্পট গোল্ডের। তবে মঙ্গলে তা ফের ঊর্ধ্বমুখী। এর ফলে দেশীয় বাজারেও দাম বাড়ল সোনার। গতকাল বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম কমে ছিল ১৯৯৩.৪৬ মার্কিন ডলার। আজ তা বেড়ে হয়েছে ২,০০১.০৩ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

মঙ্গলবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৫৮৯.৩৫ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১০৪.২০ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২৬.৪৪ টাকা।

*উপরের সোনার হারগুলি নির্দেশক মাত্র। এতে জিএসটি, টিসিএস এবং অন্যান্য শুল্ক অন্তর্ভুক্ত নেই। সঠিক দামের জন্য আপনার স্থানীয় জুয়েলারের সঙ্গে যোগাযোগ করুন।*

Next Article