কলকাতা: বিয়ের মরশুম আসতে চলেছে। তার আগে মধ্যবিত্তের জন্য সোনা কেনার দারুণ সুযোগ। গত কয়েকদিন সোনার দাম অপরিবর্তিত থাকার পর মঙ্গলবার, গ্রাফ আরও খানিক নামল। ২২ ক্যারেট থেকে ১৮ ক্যারেট- সব ক্ষেত্রেই সোনার দামে অনেকটা পতন হয়েছে। দাম করেছে রুপোরও। যা বিয়ের মরশুমের আগে মধ্যবিত্তের জন্য অনেকটাই স্বস্তিদায়ক।
এদিন কলকাতায় ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার ২০০ টাকা কমেছে। ফলে সোমবারের তুলনায় দাম কমে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৮০০ টাকা। একইভাবে ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম সোমবারের তুলনায় ২২০ টাকা কমেছে। ফলে এদিন ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৬৩ হাজার ৫০ টাকা। আর ১৮ ক্যারেটের ১০ সোনার দাম কমেছে ১৬০ টাকা। ফলে নতুন দাম হয়েছে ৪৭ হাজার ২৯০ টাকা।
অন্যদিকে, এদিন রুপোর দামেও সামান্য পতন হয়েছে। সোমবার কলকাতায় ১০০ গ্রাম রুপোর দাম ছিল ৭ হাজার ৬৬০ টাকা। এদিন ২০ টাকা দাম কমে নতুন দাম হয়েছে ৭ হাজার ৬৪০ টাকা। এদিন খুব একটা হেরফের না হলেও গত কয়েকদিন ধরে দাম অপরিবর্তিত ছিল। তারপর গ্রাফের নিম্নগামিতা সাধারণের জন্য কিছুটা স্বস্তিদায়ক।