কলকাতা : পরপর তিনদিন ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। গতকাল ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছিল ১৫০ টাকা। তবে গত তিনদিন সোনার দাম সপ্তমে থাকার পর শনিবার দাম কমল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্য়ারেট সোনার দাম কমেছে ৩৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৩৮০ টাকা। সোনার সঙ্গে সঙ্গতি বজায় রেখেছে রুপোও। এদিন ১ কেজি রুপোর দাম কমেছে ৬০০ টাকা।
শনিবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৩০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৮৪০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৩০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৩,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১৬০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,২৮০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,৬০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১৬,০০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৪,৮০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
গত পরপর তিনদিন দাম বেড়েছিল সোনার। এবার বিশ্ব বাজারে সোনার দাম সামান্য পড়তেই দেশীয় বাজারেও দাম কমল সোনার। ক্রেতারা আজ অনায়াসেই সোনার গয়না কিনতে পারেন। কারণ গত দু’দিন সর্বনিম্ন রইল সোনার দাম। এদিন দাম কমেছে রুপোরও। গত ১২ দিনে সর্বনিম্ন রয়েছে রুপোর দর।
শনিবার বিশ্ব বাজারে এক আউন্স সোনার দাম রয়েছে ১,৭৩৭.৮৬ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
শনিবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের দাম। এদিন এই কোম্পানির শেয়ারের দাম রয়েছে ২,৫৩২.৫০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ৭৯.৫০ টাকা। আর পিসি জুয়েলারের শেয়ারের দাম সামান্য বেড়ে হয়েছে ৭১.৫০ টাকা।