Gold Price Today: বাজেটের আগে মঙ্গলে দাম কমল সোনার, আজ কত দরে বিকোচ্ছে হলুদ ধাতু?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jan 31, 2023 | 3:03 PM

Gold Price Today: বাজেটের আগের দিন দাম কমল সোনার। এ দিন সস্তা হল রুপোও।

Gold Price Today: বাজেটের আগে মঙ্গলে দাম কমল সোনার, আজ কত দরে বিকোচ্ছে হলুদ ধাতু?
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: আগামিকাল সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগেই দাম কমল সোনার (Gold Price Today। এর আগে সংবাদ সংস্থা রয়াটার্সের একটি প্রতিবেদন অনুযায়ী, এই বাজেটেই সোনার উপর আমদানি শুল্ক কমাতে পারে কেন্দ্রীয় সরকার। আর তাতেই বাজেটের পর দাম কমতে পারে হলুদ ধাতুর। তবে এবার বাজেটের আগেই নিম্নমুখী সোনার দাম। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১৭০ টাকা। এ দিন সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও (Silver Price Today)। মঙ্গলবার ১ কেজি রুপোর দাম কমেছে ১০০ টাকা।

মঙ্গলবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,২৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪২,০০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫২,৫০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,২৫,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৭২৭ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৫,৮১৬ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৭,২৭০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৭২,৭০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭২,৩০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

জানুয়ারি মাসের প্রথম থেকেই বেড়ে চলেছিল সোনার দর। মনে করা হচ্ছে এ বছরই ৬২ হাজারের গণ্ডি পেরিয়ে যেতে পারে সোনার দর। এর মধ্যেই গত বৃহস্পতিবার সর্বকালীন রেকর্ড ভেঙে ৫৮ হাজার ছুঁই ছুঁই ছিল সোনার গয়না। তবে গত দু’দিন দাম অপরিবর্তিত থাকার পর আজ কমেছে সোনার দাম। এর পাশাপাশি দাম কমেছে রুপোরও।

মঙ্গলবার বিশ্ব বাজারে অনেকটা হারে দাম কমেছে সোনার। গতকাল ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১,৯৩৪.৩৫ মার্কিন ডলার। আজ বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম হয়েছে ১,৯০৬.৭২ মার্কিন ডলার। এর ফলে দেশীয় বাজারেও দাম কমেছে সোনার।

সোনার শেয়ার বাজারের দাম :

মঙ্গলবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ২,৩৮০ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১১৬.২৫ টাকা। তবে আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৫০.৫০ টাকা।

Next Article