Gold Price Today : বড়সড় পতন সোনার দামে, শহরে কত দরে বিকোচ্ছে হলুদ ধাতু?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Sep 24, 2022 | 11:00 AM

Gold Price Today : পুজোর আগে অনেকটা দাম কমল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৫০০ টাকা।

Gold Price Today : বড়সড় পতন সোনার দামে, শহরে কত দরে বিকোচ্ছে হলুদ ধাতু?
ফাইল ছবি

Follow Us

কলকাতা : রাত পোহালেই মহালয়া। পুজোর আর হাতে গোনা কয়েকদিন বাকি। চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। এই আবহে অনেকটা সস্তা হল হল সোনা। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমল ৫০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৫৩০ টাকা। সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও। এদিন ১ কেজি রুপোর দাম কমেছে ৫০০ টাকা।

শনিবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৬,৮০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,০০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬০,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০২০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,১৬০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,২০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০২,০০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৬,৩০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

গত দু’দিন দাম বেড়েছিল হলুদ ধাতুর। তবে শনিবার ফের অনেকটা দাম কমল সোনার। সোনার পাশাপাশি এদিন দাম কমেছে রুপোরও। পুজোর মরসুমে সোনা-রুপোর দাম কমাতে মুখে হাসি ক্রেতাদের।

শনিবার আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১.৬৪৪.০৯ মার্কিন ডলার। গতকালের তুলনায় এদিন বিশ্ব বাজারে সোনার দাম কমেছে অনেকটা। তার প্রতিফলন দেখা গিয়েছে দেশীয় বাজারেও।

সোনার শেয়ার বাজারের দাম :

শনিবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই কোম্পানির শেয়ারের দাম কমে হয়েছে ২,৬৭২.৪৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ৯২.৮৫ টাকা। তবে দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ৮৯.৯০ টাকা।

Next Article