কলকাতা: বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। এই সময় বর-কনের জন্য সোনা কেনার হিড়িক দেখা যাবে ক্রেতাদের মধ্যে। সেখানেই মুখে ফুটছে হাসি। বুধবার দাম কমেছে সোনার (Gold Price Today)। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ২০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্য়ারেট সোনার দাম কমেছে ২২০ টাকা। সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও। এ দিন কমেছে ১ কেজি রুপোর দাম (Silver Price Today) কমেছে ৩০০ টাকা।
বুধবার বেলা ১২ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,২০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪১,৬০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫২,০০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,২০,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৬৭৩ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৫,৩৮৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৬,৭৩০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৬৭,৩০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৭২,২০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
পরপর পাঁচদিন দাম বাড়ার পর গতকাল প্রথম সোনার দাম বাড়েনি। আর বুধবার বাজার খুলতেই অনেকটা হারে দাম কমেছে সোনার। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা সস্তা হয়েছে ২২০ টাকা। এ দিন কমেছে রুপোর দরও।
বিশ্ব বাজারে সামান্য কমেছে স্পট গোল্ডের (Spot Gold) দাম। গতকাল বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৯১০.৯৯ মার্কিন ডলার। এ দিন তা আরও খানিকটা কমেছে। আজ বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৮৯৭.০৪ মার্কিন ডলার। এর ফলে দেশীয় বাজারেও সামান্য কমেছে হলুদ ধাতুর দর।
সোনার শেয়ার বাজারের দাম :
বুধবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ২,৪২৩.৭০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ১২০.০৫ টাকা। আজ দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ৭৬.৬০ টাকা।