Gold Price Today : ষষ্ঠীতে সস্তা হল সোনা, শহরে কত দরে বিকোচ্ছে হলুদ ধাতু?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 01, 2022 | 10:58 AM

Gold Price Today : ষষ্ঠীতে দাম কমল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১৫০ টাকা।

Gold Price Today : ষষ্ঠীতে সস্তা হল সোনা, শহরে কত দরে বিকোচ্ছে হলুদ ধাতু?
প্রতীকী ছবি (সৌজন্য় : PTI)

Follow Us

কলকাতা : আজ মহাষষ্ঠী। মায়ের বোধন আজ। আর এই শুভ ক্ষণেই পড়ল সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম পড়েছে ১৫০ টাকা। আর ১০ ২৪ ক্যারেট সোনার দাম পড়েছে ১৭০ টাকা। এদিন দাম কমেছে রুপোরও। ১ কেজি রুপোর দাম কমেছে ১০০ টাকা। সোনার গয়না কেনার আগে সোনা-রুপোর দামের তালিকায় একবার চোখ বুলিয়ে নিন।

শনিবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,২০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৫০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৫,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০৭৩ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৫৮৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,৭৩০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০৭,৩০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৬,৯০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

গত দু’দিন দাম বাড়ার পর ষষ্ঠীর দিন দাম কমল সোনার। এদিকে পুজোর আগেই দেশীয় বাজারে দাম কমছিল সোনার। মাঝে কয়েকদিন দাম বাড়লেও ফের দাম কমেছে হলুদ ধাতুর।

এদিন বিশ্ব বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৬৬০.৬৭ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

শনিবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই কোম্পানির শেয়ারের দাম হয়েছে ২,৬০৬.৫৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ৯৬.২৫ টাকা। এদিন দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ৮৩.৬০ টাকা।

Next Article