Gold Price Today : ছয়মাসে সর্বনিম্ন হল সোনার দাম, পুজোর আগে মুখে হাসি ক্রেতাদের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Sep 21, 2022 | 1:26 PM

Gold Price Today : বুধবার দাম কমেছে সোনা-রুপোর। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১৫০ টাকা।

Gold Price Today : ছয়মাসে সর্বনিম্ন হল সোনার দাম, পুজোর আগে মুখে হাসি ক্রেতাদের
এদিকে বিশ্ব বাজারে আজ আরও একটু কমল সোনার দাম। সোমবার আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৭৮৬.৯১ টাকা। আজ তা আরেকটু কমে হয়েছে ১,৭৮২.৮৫ মার্কিন ডলার।

Follow Us

কলকাতা : নেই কোনও চিন্তা। পুজোর আগে ফের দাম কমল সোনার। এই মরসুমে বেশ কয়েকদিন ধরেই দাম কমছিল সোনার। তবে মঙ্গলে খানিকটা বেড়েছিল সোনার দাম। তবে সেই ট্রেন্ড দীর্ঘস্থায়ী হয়নি। বুধবার ফের দাম পড়ল সোনার। গতকাল ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছিল ১০০ টাকা। এদিন তা কমল ১৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১৭০ টাকা। আর এদিন দাম কমেছে রুপোরও। বুধবার ১ কেজি রুপোর দাম কমেছে ৬০০ টাকা।

বুধবার বেলা ১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৫৮০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৬,৬৪০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৫,৮০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৫৮,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৪,৯৯৬ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৩৯,৯৬৮ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৪৯,৯৬০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৪,৯৯,৬০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৬,৬০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

পুজোর মরসুমে ফের কমেছে সোনা ও রুপোর দাম। গত ছয়মাসে সর্বনিম্ন রয়েছে সোনার দাম। ফলে পুজোর আগে কিছুটা স্বস্তি ক্রেতাদের। তাই দেরি না করে কিনে নিতেই পারেন সোনার গয়না। এদিন দাম কমেছে রুপোরও।

মঙ্গলবার বিশ্ব বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৬৭৫.২৬ মার্কিন ডলার। এদিন বিশ্ব বাজারে আরও কিছুটা সস্তা হয়েছে সোনা। বুধবার আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৬৬৩.৮৮ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

বুধবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই কোম্পানির শেয়ারের দাম কমে হয়েছে ২,৬৬২.১৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ৯৩ টাকা। তবে দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ৮১.৭০ টাকা।

Next Article