কলকাতা : সপ্তাহের প্রথম দিন। আর সোমবারেই খুশির খবর গয়না ক্রেতাদের জন্য। এদিন এক লাফে অনেকটা দাম পড়ল হলুদ ধাতুর। সোমবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম পড়ল ২০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ২২০ টাকা। সোনার পাশাপাশি এদিন দাম কমেছে রুপোরও। ১ কেজি রুপোর দাম কমেছে ৪০০ টাকা।
সোমবার দুপুর ১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৬০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,০৮০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৬০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৬,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১৯৩ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৫৪৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,৯৩০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১৯,৩০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৬,২০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
সপ্তাহের প্রথমদিনেই এক লাফে দাম কমল সোনার। গত এক সপ্তাহে সর্বনিম্ন হল সোনার দাম। এদিন সোনার পাশাপাশি কমেছে রুপোর দামও। সোমবার বিশ্ব বাজারে সামান্য দাম কমেছে সোনার। এদিন আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৭৪৬.৫৭ মার্কিন ডলার। বিশ্ব বাজারে সোনার দামে পতনই দেশীয় বাজারে সোনার দামে এদিন প্রতিফলিত হয়েছে।
সোনার শেয়ার বাজারের দাম :
সোমবার প্রতিবেদনটি লেখার সময় সামান্য কমেছে টাইটান কোম্পানির শেয়ারের দাম। এদিন টাইটান কোম্পানির শেয়ারের দাম রয়েছে ২,৪২৬.১০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ৭০.৩০ টাকা। আর পিসি জুয়েলারের শেয়ারের দামও বেড়ে হয়েছে ৬৯.৯৫ টাকা।