কলকাতা: মাসের প্রথম দিনেই দাম বাড়ল সোনার (Gold Price Today)। সারা মাসে সোনার দামের কী হাল থাকে তা নিয়ে চিন্তিত মধ্যবিত্তরা। বুধবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ১৫০ টাকা। এবং ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৭০ টাকা। সোনার সঙ্গে তাল মিলিয়ে এ দিন দাম বেড়েছে রুপোরও (Silver Price Today)। আজ ১ কেজি রুপোর দাম বেড়েছে ২০০ টাকা।
বুধবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,১৬০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪১,২৮০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫১,৬০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,১৬,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৬২৯ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৫,০৩২ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৬,২৯০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৬২,৯০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬৭,০০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
গত বেশ কয়েকদিন ধরেই দাম কমছিল সোনার। পরপর দাম কমার পর গতকাল দাম বেড়েছিল হলুদ ধাতুর। আজ ফের দাম বাড়ল সোনার। এই বছরের প্রথম থেকেই ওঠা-নামা করছে সোনার দাম। আজ সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও।
আজ বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম রয়েছে ১,৮৩১.৬৪ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
বুধবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৩৯১ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১১৪.২৫ টাকা। আজ দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২৮.৫৬ টাকা।