কলকাতা: সামনেই বিয়ের মরশুম। তারে আগে শনিবার অনেকটা হারে দাম বাড়ল সোনার (Gold Price Today)। ফলে স্বভাবতই মাথায় হাত ক্রেতাদের। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৯০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৯৯০ টাকা। সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। এদিন ১ কেজি রুপোর দাম বেড়েছে ৫০০ টাকা।
শনিবার সকাল ১০ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৬০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,০০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭০,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১২৮ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,০২৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,২৮০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১২,৮০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬০,৫০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
এদিন রেকর্ড হারে দাম বেড়েছে সোনার। গত এক সপ্তাহে সর্বোচ্চ রয়েছে হলুদ ধাতুর দাম। আর এদিন রুপোর দাম বাড়লেও গত এক সপ্তাহে সর্বোচ্চ দামের থেকে অনেকটাই সস্তা রয়েছে রুপোর দাম।
শনিবার বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৬৮২.৭০ মার্কিন ডলার। গত দু’দিনের থেকে বিশ্ব বাজারে দাম বেড়েছে সোনার। ফলে দেশীয় বাজারেও অনেকটা হারে দাম বেড়েছে হলুদ ধাতুর।
সোনার শেয়ার বাজারের দাম :
শনিবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৭৬৮.৩০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১০৪.৪০ টাকা। শনিবার দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ৯৯.৩০ টাকা।