কলকাতা : বেশ কয়েকদিন দাম কমার পর ফের বাড়ছে সোনার দাম। পুজোর মরশুমে বাঙালিরা টুকটাক সোনা কিনেই থাকেন। কিন্তু এই আবহে দাম বাড়ায় মুখ ভার সোনার গয়না ক্রেতাদের। সোমবার বাজার খুলতেই ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১১০ টাকা। সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোর। রুপোর দামে এদিন বড় লাফ দেখা গিয়েছে। এদিন ১ কেজি রুপোর দাম বেড়েছে ৭২০ টাকা।
সোমবার বেলা ২ টো অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৭৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৪০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৭৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৭,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৮০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১০,০০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৩,২২০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
পুজোর মরশুম পড়তেই দাম ধীরে ধীরে দাম বাড়ছে সোনার। মাঝে রবিবার বাদ দিয়ে পরপর দু’দিন দাম বাড়ল সোনার। শুধু সোনাই নয়। দাম বেড়েছে রুপোরও।
এদিন বিশ্ব বাজারে এক আউন্স সোনার দাম রয়েছে ১,৭১২.০৮ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
সোমবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৬২৫.১৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ৮২.৬০ টাকা। এদিন দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম রয়েছে ৭৫.৩০ টাকা।