কলকাতা: ক্রেতাদের মুখের হাসি বেশিদিন স্থায়ী হল না। বাইরে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে চড়ল সোনার দামও (Gold Price Today)। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১১০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১২০ টাকা। সপ্তাহের প্রথম দিনে দাম বাড়ল রুপোরও (Silver Price Today)। আজ ১ কেজি রুপোর দাম বেড়েছে ৪০০ টাকা। সপ্তাহের প্রথম দিনেই ফের সোনা-রুপোর দামবৃদ্ধিতে মাথায় হাত ক্রেতাদের।
সোমবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৬৬০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৫,২৮০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৬,৬০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৬৬,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৬,১৭৫ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৯,৪০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৬১,৭৫০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৬,১৭,৫০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৭৮,১০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
মে মাসের প্রথম থেকেই ঊর্ধ্বমুখী সোনার দর। মাথায় হাত পড়েছিল ক্রেতাদের। প্রতিদিন নতুন নতুন রেকর্ড গড়ছিল সোনার দাম। এর মধ্যেই শনিবার কিছুটা স্বস্তি মিলেছিল ক্রেতাদের। বেশ খানিকটা দাম কমেছিল সোনার। তবে ক্ষণস্থায়ী হল এই স্বস্তি। ফের চড়ল সোনার দাম। পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দরও।
আজ বিশ্ব বাজারে দাম বেড়েছে। ফলে দেশীয় বাজারেও ঊর্ধ্বমুখী সোনার দর। আজ আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম রয়েছে ২,০২১.৬৬ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
সোমবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। আজ এই শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৭৬৭.৪৫ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১০৫.৩৫ টাকা। আজ দাম বেড়েছে পিসি জুয়েলারেরও। এই শেয়ারের দাম বেড়ে হয়েছে ২৫.৫৫ টাকা।
*উপরের সোনার হারগুলি নির্দেশক মাত্র। এতে জিএসটি, টিসিএস এবং অন্যান্য শুল্ক অন্তর্ভুক্ত নেই। সঠিক দামের জন্য আপনার স্থানীয় জুয়েলারের সঙ্গে যোগাযোগ করুন।*