কলকাতা : আজ চতুর্থী। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো দোরগোড়ায়। দু’দিন বাদেই মায়ের বোধন। আর এই আবহে বাড়ল বাঙালির প্রিয় ধাতুর দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ৬০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বাড়ল ৬৫০ টাকা। মুখ ভারী রুপোরও। এদিন ১ কেজি রুপোর দাম বেড়েছে ১ হাজার ৪০০ টাকা। পুজোর আগে সোনার গয়না কেনার আগে সোনা-রুপোর দামের তালিকায় একবার চোখ বুলিয়ে নিন।
বৃহস্পতিবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৪০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,১২০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৪০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৪,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০৬২ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৪৯৬ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,৬২০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০৬,২০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৬,৪০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
পুজোর আগে ক্রেতাদের মুখে ছিল চওড়া হাসি। গত বেশ কয়েকদিন ধরে কম ছিল সোনার দাম। গত ৬ মাসে সর্বনিম্ন হয়েছিল সোনার দাম। তবে বৃহস্পতিবারই এক লাফে দাম বাড়ল সোনার। দাম বেড়েছে রুপোরও।
বুধবার বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৬২৪.৮২। গতকাল আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমলেও আজ ফের বাড়ল সোনার দাম। এদিন বিশ্ব বাজারে সোনার দাম রয়েছে ১,৬৪৯.৩০ মার্কিন ডলার। এর ফলে দেশীয় বাজারেও দাম বেড়েছে সোনার।
সোনার শেয়ার বাজারের দাম :
বৃহস্পতিবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই কোম্পানির শেয়ারের দাম হয়েছে ২,৫৫৩.৯৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ৯৫.২৫ টাকা। এদিন দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ৮০.৬০ টাকা।