কলকাতা: গনেশ পুজো থেকেই উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। তারপর দুর্গাপুজোর সময় থেকে জমে গিয়েছে বাজারও। সামনেই করবাচৌথ। ফলে সোনার দাম (Gold price) যে বাড়বে, তা একপ্রকার প্রত্যাশিত। তবে সোমবারের তুলনায় মঙ্গলবাক সামান্য কমেছে হলুদ ধাতুর দাম। রুপোর গয়নার দাম (Silver price) অবশ্য অপরিবর্তিত রয়েছে।
এদিন কলকাতায় ২৪ ক্যারেটের ১০ সোনার দাম দাঁড়িয়েছে ৬২ হাজার ৩৯০ টাকা, যা গতকালের তুলনায় ১০ টাকা কম। একইভাবে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ১০ টাকা কমে দাঁড়িয়েছে ৫৭ হাজার ১৯০ টাকায়। তবে ১৮ ক্যারেটের সোনার দাম অপরিবর্তিত রয়েছে। গতকালের মতোই ১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৪৬ হাজার ৮০০ টাকা।
অন্যদিকে, ১ কেজি রুপোর দাম ৭৫ হাজার ৬০০ টাকা। রবিবার এই দাম ছিল ৭৪ হাজার ৬০০ টাকা। অর্থাৎ ১ দিনে রুপোর দাম ১ হাজার টাকা বেড়েছে।
বর্তমানে সোনা ও রুপোর গয়নার দাম বাড়ার অন্যতম কারণ যে উৎসবের সিজন, তা বলা বাহুল্য। এছাড়া মধ্য প্রাচ্যের যুদ্ধ এবং ডলার সূচকে বৃদ্ধিও সোনার দাম বাড়ার অন্যতম কারণ। ভারতে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ইতিমধ্যে ৬২ হাজার টাকা পেরিয়ে গিয়েছে। আগামী কয়েকদিনে দাম আরও বাড়বে বলে বিশেষজ্ঞ মহলের অনুমান।