Gold Price Today: লক্ষ্মীবারে ভাগ্য ফিরল ক্রেতাদের, রেকর্ড দরের থেকে অনেকটা সস্তায় বিকোচ্ছে সোনা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 27, 2023 | 11:55 AM

Gold and Silver Price Today: পরপর দু'দিন দাম বেড়েছিল সোনার। তবে লক্ষ্মীবারে সোনার দামে কোনও নড়চড় হল না। রুপোর দামেও হয়নি কোনও পরিবর্তন। বিয়ের মরসুমে সোনা-রুপোর দাম অপরিবর্তিত থাকায় মুখে চওড়া হাসি ক্রেতাদের।

Gold Price Today: লক্ষ্মীবারে ভাগ্য ফিরল ক্রেতাদের, রেকর্ড দরের থেকে অনেকটা সস্তায় বিকোচ্ছে সোনা
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: বৃহস্পতিবারে কিছুটা স্বস্তি মিলল ক্রেতাদের। পরপর দু’দিন দাম বাড়ার পর আজ অপরিবর্তিত রয়েছে সোনার দর (Gold Price Today)। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৫৫ হাজার ৯৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রইল ৬১ হাজার ৪০ টাকা। সোনার পাশাপাশি আজ দাম বাড়েনি রুপোরও (Silver Price Today)। আজ ১ কেজি রুপোর দাম রয়েছে ৭৬ হাজার ৫০০ টাকা।

বৃহস্পতিবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৫৯৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৪,৭৬০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৫,৯৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৫৯,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৬,১০৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৮,৮৩২ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৬১,০৪০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৬,১০,৪০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭৬,৫০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

বিয়ের মরসুমে পরপর দু’দিন দাম বাড়ল সোনার। ফলে মাথায় হাত পড়েছিল ক্রেতাদের। তবে লক্ষ্মীবারে ভাগ্য ফিরল ক্রেতাদের। দাম বাড়ল না সোনা-রুপোর।

আজ বিশ্ব বাজারে দাম বাড়ল স্পট গোল্ডের। তবে এর কোনও প্রভাব দেশীয় বাজারে পড়েনি। গতকাল ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১,৯৯৬.০৯ মার্কিন ডলার। আজ তা বেড়ে হয়েছে ১,৯৯৮.৪৭ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

বৃহস্পতিবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৬৪২.৫০ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১০১.৭৫ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২৫.৬২ টাকা।

*উপরের সোনার হারগুলি নির্দেশক মাত্র। এতে জিএসটি, টিসিএস এবং অন্যান্য শুল্ক অন্তর্ভুক্ত নেই। সঠিক দামের জন্য আপনার স্থানীয় জুয়েলারের সঙ্গে যোগাযোগ করুন।*

Next Article