Gold Price Today: মাসের প্রথম দিনে দাম বাড়ল না সোনার, শনিবার কততে বিকোচ্ছে সোনা-রুপো?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 01, 2023 | 10:21 AM

Gold Price Today: শনিবার অপরিবর্তিত রয়েছে সোনা-রুপোর দাম। গতকাল সামান্য হারে দাম বেড়েছিল সোনার।

Gold Price Today: মাসের প্রথম দিনে দাম বাড়ল না সোনার, শনিবার কততে বিকোচ্ছে সোনা-রুপো?
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: শনিবার দাম বাড়ল না সোনার। পরপর দাম বাড়ছিল হলুদ ধাতুর (Gold Price Today)। এই আবহে আজ সোনার দাম অপরিবর্তিত থাকায় মুখে চওড়া হাসি ক্রেতাদের। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৫৫,০০০। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৬০,০০০ টাকা। সোনার পাশাপাশি আজ অপরিবর্তিত রুপোর দরও। আজ ১ কেজি রুপোর দাম (Silver Price Today) রয়েছে ৭৪ হাজার টাকা।

শনিবার সকাল ১০ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৫০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৪,০০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৫,০০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৫০,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৬,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৮,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৬০,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৬,০০,০০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭৪,০০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

আজ অপরিবর্তিত রয়েছে সোনা-রুপোর দাম। চৈত্র সেলের আগে সোনার দাম বৃদ্ধি না হওয়ায় তাই কিছুটা স্বস্তিতে ক্রেতারা।

আজ বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম রয়েছে ১,৯৬৯.৮৪ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

শনিবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২,৫১৫.১০ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারেরও দাম কমে হয়েছে ১০৫.৩৫ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২৬.৭২টাকা।

*উপরের সোনার হারগুলি নির্দেশক মাত্র। এতে জিএসটি, টিসিএস এবং অন্যান্য শুল্ক অন্তর্ভুক্ত নেই। সঠিক দামের জন্য আপনার স্থানীয় জুয়েলারের সঙ্গে যোগাযোগ করুন।*

Next Article