Gold Price Today: নতুন বছর শুরু করুন গহনা কিনে, নববর্ষে একধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 15, 2023 | 1:25 PM

Gold Silver Price Fall: নববর্ষের আগে দিন কয়েক সোনা-রুপোর দাম ঊর্ধ্বমুখী থাকলেও, নববর্ষের দিনে বেশ কিছুটা কমল সোনার দাম। শনিবার ২২ ও ২৪ ক্যারেট হলমার্ক সোনার দাম কমল। দাম কমেছে রুপোরও।

Gold Price Today: নতুন বছর শুরু করুন গহনা কিনে, নববর্ষে একধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: দেখতে দেখতেই কেটে গেল আরও একটি বছর। আজ পয়লা বৈশাখ(Bengali New Year)। ১৪৩০ বর্ষের সূচনা হল আজ থেকে। অনেকেই মনে করেন যে নববর্ষের দিনটি শুভ হলে, গোটা বছরটাই ভাল কাটে। সারা বছর সুখ-স্বাচ্ছন্দ্য় ও বৈভবের মধ্যে কাটাতে চাইলে বৈশাখের প্রথম দিনেই কিনে ফেলুন সোনা (Gold)। নববর্ষের আগে দিন কয়েক সোনা-রুপোর দাম ঊর্ধ্বমুখী থাকলেও, নববর্ষের দিনে বেশ কিছুটা কমল সোনার দাম (Gold Price Today)। শনিবার ২২ ও ২৪ ক্যারেট হলমার্ক সোনার দাম কমল। দাম কমেছে রুপোরও (Silver Price Today)। শনিবার ২২ ক্যারেট সোনার দাম এক ধাক্কায় ৭০ টাকা কমে। অন্য়দিকে, অনেকটাই কমেছে রুপোর দাম। প্রতি কেজি রুপোর দা্ম ১৫০০ টাকা কমেছে।

এক নজরে দেখে নেওয়া যাক সোনা-রুপোর দাম:

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৫৯৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৪,৭৬০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৫,৯৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৫৯,৫০০ টাকা

২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৬,১০৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৮,৮৩২ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৬১,০৪০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৬,১০,৪০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৮১,৫০০ টাকা

রুপোর দাম-

রুপো (১ গ্রাম)- ৮১.৫ টাকা

রুপো বার (১ কেজি)-৮১,৫০০ টাকা

Next Article