কলকাতা: বাইরে গ্রীষ্মের দাবদাহ। বাইরে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পুড়ছে রাস্তা। কিছু জায়গায় ৪০ ডিগ্রি সেলসিয়াসও ছুঁয়ে ফেলেছে পারদ। এই অবস্থায় গরম লেগেছে সোনার দামেও। বুধবার চড়চড়িয়ে বাড়ল সোনার দাম(Gold Price Today)। সোনালি ধাতুর এই দামবৃদ্ধিতে চৈত্রের সেলের মাথায় হাত ক্রেতা-বিক্রেতাদের। বুধবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ৫০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমল ৫৫০ টাকা। আজ ৬১ -র গণ্ডি পেরোল ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর। আর সোনার পাশাপাশি আজ দাম বেড়েছে রুপোরও(Silver Price Today)। আজ ১ কেজি রুপোর দাম বাড়ল ৭৫০ টাকা।
বুধবার বেলা ১২ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৬২০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৪,৯৬০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৬,২০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৬২,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৬,১৩১ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৯,০৪৮ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৬১,৩১০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৬,১৩,১০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৭৭,৩৫০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
গতকাল ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছিল ৩০০ টাকা। আজ তা আরও ৫০০ টাকা বাড়ল। আর এদিকে আজ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর ৬১ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে।
এই বছর সোনার দর ৬১ থেকে ৬২ হাজার ছুঁয়ে যাবে বলে আগেই ছিল পূর্বাভাস। এখন সেদিকেই এগোচ্ছে সোনার দর। সোনার সঙ্গে তাল মিলিয়ে চলছে রুপোও।
বিশ্ব বাজারে বুধবার চড়চড়িয়ে দাম বাড়ছে স্পট গোল্ডের। এর ফলে দেশীয় বাজারেও দাম বাড়ল সোনার। গতকাল বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম কমে ছিল ২,০০১.০৩ মার্কিন ডলার। আজ তা বেড়ে হল ২,০১৫.৯৭ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
বুধবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২,৫৭১ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ১০৩.৪৫ টাকা। তবে আজ দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ২৬.৫২ টাকা।
*উপরের সোনার হারগুলি নির্দেশক মাত্র। এতে জিএসটি, টিসিএস এবং অন্যান্য শুল্ক অন্তর্ভুক্ত নেই। সঠিক দামের জন্য আপনার স্থানীয় জুয়েলারের সঙ্গে যোগাযোগ করুন।*