Gold Investment Explained: ডিজিটাল সোনায় বিনিয়োগ করতে ETF ভালো নাকি Mutual Funds?
Digital Gold Investment: দোকান থেকে সোনা কেনা ও সেই সোনা সংরক্ষণের ঝামেলা এড়াতে অনেকেই এখন ঝুঁকছেন ডিজিটাল সোনার দিকে। কিন্তু প্রশ্ন হল, গোল্ড ইটিএফ ও গোল্ড মিউচুয়াল ফান্ড; এই দু'য়ের মধ্যে কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে সেটা আপনার জন্য ভাল হবে?

সোনার দাম যে জায়গায় পৌঁছে গিয়েছিল তাতে মধ্যবিত্তের পক্ষে সোনার গয়না কেনা ধীরে ধীরে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। তবে ভাল খবর এটাই যে, গত কয়েকদিনে কিছুটা হলেও কমেছে সোনার দাম। এই পরিস্থিতিতে অনেকেই ‘সেফ হেভেন’ অর্থাৎ সোনায় বিনিয়োগের কথা ভাবছেন। তবে, দোকান থেকে সোনা কেনা ও সেই সোনা সংরক্ষণের ঝামেলা এড়াতে অনেকেই এখন ঝুঁকছেন ডিজিটাল সোনার দিকে। কিন্তু প্রশ্ন হল, গোল্ড ইটিএফ ও গোল্ড মিউচুয়াল ফান্ড; এই দু’য়ের মধ্যে কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে সেটা আপনার জন্য ভাল হবে? গোল্ড ইটিএফ কী? গোল্ড ইটিএফ মূলত ফিজিক্যাল সোনার দামকে ট্র্যাক করে। ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড আসলে একটি প্যাসিভলি ম্যানেজড ফান্ড। এই ইটিএফ সাধারণত ৯৯.৫ শতাংশ খাঁটি...
