Gold Price: ৬০ হাজারের নীচে নামল সোনার দাম, ঊর্ধ্বমুখী রুপো

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jul 18, 2023 | 10:14 AM

Gold-Silver Price: হলুদ ধাতুর দাম কিছুটা কমলেও সামান্য হলেও ঊর্ধ্বমুখী রুপোর দাম (Silver Price)। সোমবারই কলকাতায় ১০ গ্রাম রুপোর দাম উঠেছিল ৭৭৭ টাকায়।

Gold Price: ৬০ হাজারের নীচে নামল সোনার দাম, ঊর্ধ্বমুখী রুপো
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: গৃহস্থদের জন্য সুখবর! অবশেষে সপ্তাহের গোড়ায় ৬০ হাজারের নীচে নেমেছিল সোনার দাম (Gold Price)। মঙ্গলবারও সেই ধারা বজায় রইল। সোমবারের মতো আজও ২৪ ক্যারেট সোনার গয়নার ১০ গ্রামের দাম রইল ৫৯ হাজার ৯৮০ টাকা। ফলে ২৪ ক্যারেট সোনার গয়নার ১ গ্রামের দাম দাঁড়াল ৫ হাজার ৯৯৮ টাকা। অন্যদিকে, ২২ ক্যারেট সোনার গয়নার ১০ গ্রামের দাম নেমেছে ৫৫ হাজারের নীচে, ৫৪ হাজার ৯৮০ টাকা। সুতরাং ২২ ক্যারেট সোনার গয়নার ১ গ্রামের দাম দাঁড়াল ৫ হাজার ৪৯৮ টাকা।

সপ্তাহ খানেক পিছনের দিকে ফিরলে দেখা যাবে, কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রাম গয়নার দাম ৫৯ হাজার ৫০০ টাকা এবং ২২ ক্যারেট সোনার ১০ গ্রাম গয়নার দাম ৫৪ হাজার ৫০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছিল। গত ১৪ জুলাই একলাফে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রাম গয়নার দাম ৬০ হাজারের সূচক স্পর্শ করে। তারপর টানা তিনদিন একই দাম বজায় ছিল। একইভাবে গত ১৩ জুলাই ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫৫ হাজারের সূচক স্পর্শ করে। তারপর টানা কয়েকদিন একই দাম বজায় ছিল। অবশেষে চলতি সপ্তাহের শুরুতে সামান্য কমল হলুদ ধাতুর দাম।

অন্যদিকে, হলুদ ধাতুর দাম কিছুটা কমলেও সামান্য হলেও ঊর্ধ্বমুখী রুপোর দাম (Silver Price)। সোমবারই কলকাতায় ১০ গ্রাম রুপোর দাম উঠেছিল ৭৭৭ টাকায়। এদিনও সেই দাম অপরিবর্তিত রয়েছে। এর আগে রবিবার, ১৫ ও ১৬ জুলাই কলকাতায় ১০ গ্রাম রুপোর দাম ছিল ৭৭৫ টাকা। তার আগে ১৪ জুলাই মহানগরীতে ১০ গ্রাম রুপোর দাম ছিল ৭৭১ টাকা এবং ১৩ জুলাই দাম ছিল ৭৫৬ টাকা। অর্থাৎ এক লাফে ১৫ টাকা দাম বেড়েছিল। তার আগে ১২ জুলাই কলকাতায় ১০ গ্রাম রুপোর দাম ছিল ৭৩৬ টাকা। অর্থাৎ গত কয়েকদিনের মধ্যে লাফিয়ে-লাফিয়ে বাড়ছে রুপোর দাম।

Next Article