কলকাতা : দুর্গা পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। মরশুমে গা ভাসিয়ে পুজোর কেনাকাটা অনেকেই শুরু করে দিয়েছেন। মানুষ ভিড় করেছে সোনার দোকানেও। এই আবহে গয়না ক্রেতাদের জন্য রয়েছে বড় খবর। দাম কমল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ২০ টাকা। একই হারে দাম কমেছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনারও। সোনার দামে পতন দেখা গেলেও চড়ছে রুপোর দাম। ১ কেজি রুপোর দাম কমেছে ১ হাজার ৮০০ টাকা।
মঙ্গলবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৭৩ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৩৮৪ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৭৩০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৭,৩০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০৯৮ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৭৮৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,৯৮০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১০,০০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৭,০০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
গত তিনদিন সোনার দামে কোনও পরিবর্তন দেখা যায়নি। তবে সপ্তাহের দ্বিতীয় দিনে কমেছে সোনার দাম। তবে এদিন দাম বেড়েছে রুপোর। গত দু’ সপ্তাহে এদিন সর্বোচ্চ রয়েছে রুপোর দাম।
সোমবার এক ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৭১৫.১৪ মার্কিন ডলার। তবে মঙ্গলবার তা সামান্য বেড়েছে। এদিন এক ট্রয় আউন্স সোনার দাম বেড়ে হয়েছে ১,৭২২.২৬ মার্কিন ডলার। তবুও দেশীয় বাজারে দাম কমেছে সোনার।
সোনার শেয়ার বাজারের দাম :
মঙ্গলবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৭০৬ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ৮২.৬৫ টাকা। তবে এদিন দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ৭০.৩৫ টাকা।