Gold Price Today: ক্রেতাদের মুখে চওড়া হাসি, মাসের শুরুতেই এক লাফে অনেকটা সস্তা হল সোনা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Nov 01, 2022 | 1:41 PM

Gold Price Today: মঙ্গলবার অনেকটা হারে দাম কমেছে সোনার। এদিন গত এক মাসে সর্বনিম্ন রয়েছে সোনার দাম।

Gold Price Today: ক্রেতাদের মুখে চওড়া হাসি, মাসের শুরুতেই এক লাফে অনেকটা সস্তা হল সোনা
ছবি সৌজন্যে : PTI

Follow Us

কলকাতা: অক্টোবর চলে গিয়েছে। বাঙালির প্রিয় উৎসবের মরশুম শেষ। তাতে কী হয়েছে? নভেম্বর পড়তেই রাজ্যে হিমেল হাওয়া। বিয়ের মরশুম সামনেই। আর বাঙালিদের বিয়েতে সোনা ছাড়া যেন চলেই না। ফলে বউয়ের জন্য ভারী গয়না থেকে শুরু করে টুকিটাকি গয়না কেনার জন্য অনেকেই ভিড় জমাবেন সোনার দোকানে। এই আবহে তাঁদের জন্য রয়েছে সুখবর। মাসের প্রথমদিনে অনেকটা হারে দাম কমল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৬০০ টাকা। আর এদিন ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৬৬০ টাকা। মঙ্গলবার সোনার দাম কমলেও অনেকটা হারে দাম বেড়েছে রুপোর। এদিন ১ কেজি রুপোর দাম বেড়েছে ৬,২০০ টাকা।

মঙ্গলবার বেলা ১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৬,৮০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,০০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬০,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০১৮ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,১৪৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,১৮০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০১,৮০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৬৩,৭০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

বিয়ের মরশুমের আগে অনেকটা সস্তা হল সোনা। এদিন গত ১ মাসে সর্বনিম্ন রয়েছে সোনার দাম। এদিন সোনার দামে পতনে মুখে হাসি ক্রেতাদের। তবে এদিন রুপোর দামে মুখভার ক্রেতাদের। মঙ্গলবার অনেকটা হারে দাম বেড়েছে রুপোর। গত তিনমাসে এদিন সর্বোচ্চ রয়েছে রুপোর দর। মঙ্গলবার বিশ্ববাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৬৪৩.৪৩ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

মঙ্গলবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২,৭৪৮.২০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ১০১.১৫ টাকা। এদিন দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৯৯.৬০ টাকা।

Next Article