Gold Price Today: নববর্ষে ভাগ্য ফিরল ক্রেতা-বিক্রেতাদের, সস্তা হল সোনা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 16, 2023 | 5:18 PM

Gold Price Today: নববর্ষে অনেকটা হারে দাম কমল সোনার। তবে অপরিবর্তিত রয়েছে রুপোর দর।

Gold Price Today: নববর্ষে ভাগ্য ফিরল ক্রেতা-বিক্রেতাদের, সস্তা হল সোনা
প্রতীকী ছবি
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: গতকাল ছিল বাংলা নববর্ষ। বেশ কয়েকদিন ধরে সোনার দাম বাড়তে থাকলেও বাঙালি নববর্ষে অনেকটা হারে দাম কমেছে সোনার। গতকাল এক ধাক্কায় অনেকটা দাম কমার পর আজও সামান্য দাম কমেছে সোনার (Gold Price Today)। ফলে মুখে হাসি ক্রেতাদের। সোনার এত হারে দাম কমায় নতুন বছরে ঘরে সোনা নিয়ে আসতে পারেন ক্রেতারা। রবিবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১০ টাকা। আর একই হারে দাম কমেছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার। সোনার দাম কমলেও আজ অপরিবর্তিত রয়েছে রুপোর দাম (Silver Price Today)।

রবিবার বিকেল ৫ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৫৯৪ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৪,৭৫২ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৫,৯৪০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৫৯,৪০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৬,১০৩ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৮,৮২৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৬১,০৩০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৬,১০,৩০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭৮,৫০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

আজ গত ছয়দিনে সর্বনিম্ন হয়েছে সোনর দাম। গতকাল এক লাফে অনেকটা দাম কমেছিল সোনার। তারপর আজ সামান্য দাম কমল হলুদ ধাতুর। নতুন বছরে কিছুটা ভাগ্য খুলল সোনার গয়না ক্রেতা-বিক্রেতাদের।

আজ বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম রয়েছে ২,০০৪.৪০ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

রবিবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২,৫৮৩.৯০ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১০৪.৪৫ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২৫.৮০ টাকা।

*উপরের সোনার হারগুলি নির্দেশক মাত্র। এতে জিএসটি, টিসিএস এবং অন্যান্য শুল্ক অন্তর্ভুক্ত নেই। সঠিক দামের জন্য আপনার স্থানীয় জুয়েলারের সঙ্গে যোগাযোগ করুন।*

Next Article