কলকাতা: মঙ্গলে স্বস্তি ফিরল ক্রেতাদের। আজ অনেকটা হারে দাম কমল সোনার (Gold Price Today)। মঙ্গলে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১০০ টাকা। আর একই হারে দাম কমেছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার। তবে এদিন রুপোর দামে (Silver Price Today) কোনও পরিবর্তন দেখা যায়নি। আজ ১ কেজি রুপোর দাম রয়েছে ৬৮,৫০০ টাকা।
মঙ্গলবার সকাল ১০ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,২০০
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪১,৬০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫২,০০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,২০,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৬৭৩ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৫,৩৮৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৬,৭৩০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৬৭,৩০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬৮,৫০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
দীর্ঘদিন পর ক্রেতাদের জন্য স্বস্তি। বিয়ের মরশুমে পরপর দু’দিন দাম কমল সোনার। এই বছরের প্রথম থেকেই দাম বেড়েছিল সোনার। তবে আজ সোনার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা। এদিন রুপোর দামে কোনও হেরফের লক্ষ্য করা যায়নি।
মঙ্গলবার বিশ্ব বাজারে দাম কমল সোনার। গতকাল ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১,৮৪১.৭৮ মার্কিন ডলার। আজ তা কমে হয়েছে ১,৮৩৭.৮৩ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
মঙ্গলবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২,৪৬৫.৬০ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১১৭.৪৫ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২৩.৬৫ টাকা।