কলকাতা: মঙ্গলবার দাম কমল সোনার (Gold Price Today)। বিয়ের মরশুমে সোনার দামে পতনের ফলে মুখে চওড়া হাসি ক্রেতাদের। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১০০ টাকা। আর একই হারে দাম কমেছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার। এদিন সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপোর দাম (Silver Price Today)। ১ কেজি রুপোর দাম রয়েছে ৬১,৪০০ টাকা।
মঙ্গলবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৮৪৬ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,৭৬৮ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৮,৪৬০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৮৪,৬০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২৮৮ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪২,৩০৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,৮৮০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২৮,৮০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬১,৪০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
বিয়ের মরশুমে গতকাল অপরিবর্তিত ছিল সোনার দাম। তবে এদিন বাজার খুলতেই দাম পড়ল সোনার। আর অপরবর্তিত রয়েছে রুপোর দাম। ফলে দু’সপ্তাহে আজও সর্বনিম্ন রইল রুপোর দাম।
বিশ্ব বাজারে আজ খানিকটা কমেছে সোনার দাম। ফলে এদিন দেশীয় বাজারে তার খানিকটা প্রভাব পড়েছে। গতকাল বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৭৫৩.৫৮ মার্কিন ডলার। এদিন তা কমে হয়েছে ১,৭৫২.৬৮ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
মঙ্গলবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ২,৬২৯.৪৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ৯৯.৮০ টাকা। মঙ্গলবার দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৭৫.৪০ টাকা।