Gold Price Today : মঙ্গলে এক ধাক্কায় অনেকটা দাম কমল সোনার, গত চারদিনে সর্বনিম্ন হল হলুদ ধাতুর দর

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jul 26, 2022 | 3:47 PM

Gold Price Today : মঙ্গলবার এক ধাক্কায় অনেকটা দাম কমল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৩২০ টাকা।

Gold Price Today : মঙ্গলে এক ধাক্কায় অনেকটা দাম কমল সোনার, গত চারদিনে সর্বনিম্ন হল হলুদ ধাতুর দর
ফাইল ছবি

Follow Us

কলকাতা : মঙ্গলবার অনেকটা দাম কমল সোনার। সপ্তাহের প্রথম দিন অপরিবর্তিত ছিল সোনার দাম। তবে মঙ্গলবার একটু আশা দেখলেন সোনার গয়না ক্রেতারা। মঙ্গলবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমল ৩২০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৩৮০ টাকা। দাম কমেছে রুপোরও। এদিন ১ কেজি রুপোর দাম কমেছে ৪০০ টাকা।

মঙ্গলবার বেলা ৩ টে অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৫৮ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,২৬৪ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৫৮০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৫,৮০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০৭৮ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৬২৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,৭৮০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০৭,৮০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৪,৫০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

গত তিনদিন সোনার দামে কোনও পরিবর্তন দেখা যায়নি। তবে মঙ্গলে কমল সোনার দাম। এবং তা বেশ খানিকটা হারে। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৩২০ টাকা। গত চারদিনে এদিন সর্বনিম্ন রয়েছে সোনার দাম। এদিন দাম কমেছে ১ কেজি রুপোরও। এই নিয়ে পরপ দু’দিন দাম কমেছে রুপোর।

বেশ কয়েকদিন ধরেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমছিল। এদিনও কিছুটা দাম পড়ল স্পট গোল্ডের। গতকাল এক ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৭২৮.৫৬ মার্কিন ডলার। এদিন ১ ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৭২২.৬৪ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

মঙ্গলবার দাম কমল টাইটান কোম্পানির শেয়ারের। গতকাল টাইটান কোম্পানির শেয়ারের দাম ছিল ২,৩৩০ টাকা। এদিন তা হল ২,২৯৩ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ৬৪.৪০ টাকা। আজ বাড়ল পিসি জুয়েলারের শেয়ারের দাম। পিসি জুয়েলারের শেয়ারের দামও কমল এদিন। এই সংস্থার দাম হয়েছে ৪৯.৩৫ টাকা।

Next Article