জানুয়ারির প্রথম থেকেই হু হু করে বেড়েছিল সোনার দাম (Gold Price Today)। সর্বকালীন রেকর্ড ভেঙে ৫৭ হাজার ছুঁই ছুঁই ছিল সোনার দাম। এদিকে কেন্দ্রীয় বাজেটের আগে অনুমান করা হচ্ছিল, চোরা চালান রুখতে এই বাজেটে সোনার উপর আমদানি শুল্ক কমাবে কেন্দ্রীয় সরকার। তবে ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করেছেন নির্মলা সীতারমন। সেখানে সোনার উপর আমদানি শুল্ক কমানোর পরিবর্তে বাড়ানোর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। ফলে দেশীয় বাজারে আরও বাড়তে পারে সোনার দাম।
বাজেটের পরই দেশীয় বাজারে বেড়েছিল সোনার দাম। গতকাল ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছিল ৬০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছিল ৬৫০ টাকা। আর বাজেটের দিন অর্থাৎ ১ ফেব্রুয়ারিও দাম বাড়ে সোনার। সেদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছিল ৫০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছিল ৫৫০ টাকা। গতকাল সর্বকালীন রেকর্ড ভেঙে ৫৮ হাজারের গণ্ডি পার করেছিল হলুদ ধাতুর দর।
এদিকে একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আইসিআইসিআই ডিরেক্টের পূর্বাভাস সোনার দাম এ বছর সর্বকালীন রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। কমোডিটি মার্কেটে ৬২ হাজারের গণ্ডি ছুঁয়ে ফেলতে পারে সোনার দর। এদিকে সোনার পাশাপাশি রুপোর দাম নিয়েও যথেষ্ট মাথাব্যথার কারণ রয়েছে। এ বছর সোনার পাশাপাশি রুপোর দামেও বড় লাফ দেখা যাচ্ছে। আইসিআইসিআই-র রিপোর্ট অনুযায়ী, রুপোর দামও এ দিন ঊর্ধ্বমুখী থাকবে। ১ কেজি রুপোর দাম এই বছর ৮০ হাজারের গণ্ডি পেরোতে পারে। এ বছর সোনা-রুপোর দাম বৃদ্ধির অন্যতম কারণ হল মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির প্রক্রিয়া মন্থর হয়েছে। ফলে ডলারের দাম কিছুটা পড়তে পারে। তখন বিনিয়োগকারীরা ডলারের থেকে মুখ ফিরিয়ে সোনার উপর বিনিয়োগের কথা ভাবতে পারেন। বিনিয়োগকারীদের সোনার প্রতি দৃষ্টিপাতের কারণে অনেকটা হারে দাম বাড়তে পারে সোনার।