Gold Price Today: একদিনেই ১৫০০ টাকা কমল দাম! আজ সোনা না কিনলে পস্তাবেন নিজেই

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 28, 2024 | 11:10 AM

Gold-Silver Price: আপনার যদি বছর শেষে বা নতুন বছরে প্রিয়জনকে উপহার দেওয়ার পরিকল্পনা থাকে, তবে দারুণ খবর রয়েছে। কারণ একদিনেই অনেকটা কমে গিয়েছে সোনার দাম।

Gold Price Today: একদিনেই ১৫০০ টাকা কমল দাম! আজ সোনা না কিনলে পস্তাবেন নিজেই
ফাইল চিত্র।
Image Credit source: Getty Image

Follow Us

কলকাতা: বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা। আর ক’দিন পরই নতুন বছর। বছর শেষে চুটিয়ে খাওয়া-দাওয়া, ঘোরাঘুরি চলছে। প্রিয়জনদের উপহারও দেন অনেকে। আপনার যদি বছর শেষে বা নতুন বছরে প্রিয়জনকে উপহার দেওয়ার পরিকল্পনা থাকে, তবে দারুণ খবর রয়েছে। কারণ একদিনেই অনেকটা কমে গিয়েছে সোনার দাম। পাশাপাশি কমেছে রুপোর দাম। তবে দোকানে যাওয়ার আগে আজ কত দাম রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-

আজ, ২৮ ডিসেম্বর ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭১৩৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭১ হাজার ৩৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ১৩ হাজার ৫০০ টাকা। একদিনে ১৫০০ টাকা দাম কমেছে সোনার।

২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৭৭৮৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৭ হাজার ৮৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৭৮ হাজার ৪০০ টাকা। একদিনে ১৬০০ টাকা দাম কমেছে সোনার।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৮৩৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৮ হাজার ৩৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৮৩ হাজার ৮০০ টাকা। একদিনে ১২০০ টাকা কমেছে সোনার।

রুপোর দাম-

সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে আজ। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৯২৪০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ হবে ৯২ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা রুপোর দাম কমেছে।

Next Article