Gold Price Today : এক মাসে সর্বোচ্চ হল হলুদ ধাতুর দাম, রবিবার কত টাকায় মিলবে সোনা-রুপো জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jun 12, 2022 | 4:07 PM

Gold Price Today : ক্রমে বেড়েই চলেছে সোনার দাম। রবিবারেরও দাম বাড়ল সোনার। তবে অপরিবর্তিত রয়েছে রুপোর দাম।

Gold Price Today : এক মাসে সর্বোচ্চ হল হলুদ ধাতুর দাম, রবিবার কত টাকায় মিলবে সোনা-রুপো জেনে নিন
ছবি সৌজন্যে : Pixabay

Follow Us

কলকাতা : সপ্তাহান্তেও রেহাই নেই। ফের বাড়ল সোনার দাম। গত বেশ কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী সোনার দাম। গতকাল ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছিল ৬০০ টাকা। রবিবার সেই দাম আরও বাড়ল। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১০ টাকা। একই হারে দাম বেড়েছে ২৪ ক্য়ারেট সোনারও। তবে সোনার দাম বাড়লেও এদিন অপরিবর্তিত রয়েছে রুপোর দামও।

এদিন বেলা  ৩ টে অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৮৩৬ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,৬৮৮ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৮,৩৬০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৮৩,৬০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২৭৬ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪২,২০৮ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,৭৬০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২৭,৬০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৬২,০০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

ফের ঊর্ধ্বমুখী সোনার দাম। শনিবার এক ধাক্কায় ৬০০ টাকা বেড়েছিল ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম। এদিনও বাড়ল হলুদ ধাতুর দাম। এদিন ১০ টাকা করে বেড়েছে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম। গত এক মাসে এদিন সর্বোচ্চ হল সোনার দাম। রুপোর দাম এদিন অপরিবর্তিত রয়েছে।

এদিন বিশ্ব বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৮৭১.৪৬ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

রবিবার টাইটান কোম্পানির শেয়ারের দাম রয়েছে ২,১৪১.৮৫ টাকা। কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম রয়েছে ৬০ টাকা। আর আজ পিসি জুয়েলারের শেয়ারের দাম ২৪.২৫ টাকা।

 

Next Article