কলকাতা: শুক্রবার অনেকটা হারে দাম কমেছিল সোনার (Gold Price Today)। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছিল ৫৫০ টাকা। এর ফলে হাসি ফুটেছিল সোনার গয়না ক্রেতাদের মুখে। তবে
শনিবার ফের দেশীয় বাজারে দাম বাড়ল সোনার। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ২০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ২২০ টাকা। এদিকে সোনার দাম কমলেও নিম্নমুখী রুপোর দাম। আজ ১ কেজি রুপোর দাম (Silver Price Today) কমেছে ৩০০ টাকা।
শনিবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,২৬০
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪২,০৮০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫২,৬০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,২৬,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৭৩৮ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৫,৯০৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৭,৩৮০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৭৩,৮০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৭০,৫০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
এই বছরের শুরু থেকেই ঊর্ধ্বমুখী সোনার দাম। কেন্দ্রীয় বাজেটেও সোনার উপর শুল্ক হার বাড়ানোর ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর বাজেট পেশের পরদিনই সব রেকর্ড ভেঙে ৫৮ হাজারের গণ্ডি পার করে সোনার দাম। তারপর থেকে সোনার দাম ওঠা-নামা করছে। আর আজ এই সোনার দাম বাড়লেও রেকর্ড দামের থেকে অনেকটাই কম রয়েছে হলুদ ধাতুর দর। এ দিন দাম কমেছে রুপোরও।
শনিবার বিশ্ব বাজারে দাম কমে রয়েছে স্পট গোল্ডের। আজ বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম রয়েছে ১,৮৬৪.৮২ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
শনিবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের বেড়ে হয়েছে ২,৪৬৮ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ১১৩.৬০ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৩৩.৬০ টাকা।