কলকাতা : কৈলাসের উদ্দেশে মা পাড়ি দিয়েছেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শেষ। আবার এক বছরের অপেক্ষা। উৎসবের মরসুম কেটে যেতেই দাম বাড়ল সোনার। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১০০ টাকা। একই হারে দাম বেড়েছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার। তবে এদিন সোনার দাম বাড়লেও কমেছে রুপোর দাম। এদিন ১ কেজি রুপোর দাম কমেছে ৫০০ টাকা।
বৃহস্পতিবার বেলা ১২ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৮৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,২৮০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৮৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৮,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,২২০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৭৬০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫২,২০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,২২,০০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬১,৫০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
উৎসবের মরসুমে দাম কমেছিল সোনার। তবে উৎসব কাটতেই বৃহস্পতিবার ফের দাম বাড়ল সোনার। এদিন দাম কমেছে রুপোর।
এদিন বিশ্ব বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৭২৩.০১ মার্কিন ডলার। বিশ্ব বাজারেও খানিকটা দাম বেড়েছে সোনার। আর তার প্রভাবই পড়েছে দেশীয় বাজারেও।
সোনার শেয়ার বাজারের দাম :
বৃহস্পতিবার প্রতিবেদনটি লেখার সময় দাম বেড়েছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই কোম্পানির শেয়ারের দাম হয়েছে ২,৬০৫.৮০ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ৯৯.৬০ টাকা। তবে এদিন দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ৯৪.৪০ টাকা।