কলকাতা: মাসের শুরুটা বেশ ভালই হয়েছিল। কখনও ১০০ টাকা তো কখনও ১০০০ টাকা, প্রায় প্রতিদিনই কমছিল সোনার দাম। কিন্তু অর্ধেক মাস পার করতেই উলট পুরাণ। এবার দাম কমার বদলে বাড়ল সোনার দাম। সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। আপনার যদি আজ সোনা বা রুপো কেনার পরিকল্পনা থাকে, তবে আজকের দর জেনে নিন-
আজ, ১৬ মে ২২ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৭১৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৭ হাজার ১৬০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম বেড়েছে।
২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৭১ হাজার ৬০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম বেড়েছে।
২৪ ক্যারেটের সোনার দামও আজ বেড়েছে। ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩২৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩ হাজার ২৬০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম বেড়েছে।
২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৩২ হাজার ৬০০ টাকা, যা গতকালের তুলনায় ১০০ টাকা বেশি।
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪৯৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪ হাজার ৯৫০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম বেড়েছে।
১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৪৯ হাজার ৫০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।
সোনার মতোই রুপোর দামও বেড়েছে আজ। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৮৭৭০ টাকা। ১ কেজি রুপোর দাম ৮৭ হাজার ৭০০ টাকা, যা গতকালের তুলনায় ১০০ টাকা বেশি।