কলকাতা: লক্ষ্মীবারে খুব একটা সদয় হলেন না মা লক্ষ্মী। ফের সোনার দামে ঝটকা। একলাফে প্রায় ৪ হাজার টাকার কাছাকাছি বাড়ল সোনার দাম। সামনে যাদের বিয়ের তারিখ, গহনা কেনাকাটা বাকি, তাদের একধাক্কায় খরচ বাড়তে চলেছে অনেকটাই। আজ আপনার যদি সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে সোনা-রুপোর দর কত রয়েছে, দেখে নিন-
আজ, ৯ জানুয়ারি ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ২৬০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭২ হাজার ৬০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৭ লক্ষ ২৬ হাজার টাকা। একদিনেই ৩৫০০ টাকা বেড়েছে সোনার দাম। অর্থাৎ প্রতি গ্রামে ৩৫ টাকা করে দাম বেড়েছে।
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ৯২০ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৯ হাজার ২০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৭ লক্ষ ৯২ হাজার টাকা। একদিনে ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৩৮০০ টাকা।
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ হাজার ৯৪০ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৯ হাজার ৪০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৫ লক্ষ ৯৪ হাজার টাকা। একদিনে ২৮০০ টাকা দাম বেড়েছে।
সোনার দাম বাড়লেও, অপরিবর্তিত রয়েছে রুপোর দাম। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৯ হাজার ২৫০ টাকা। ১ কেজি রুপোর দাম ৯২ হাজার ৫০০ টাকা।